TRENDING:

কন্যাশ্রীদের স্বপ্নের যাত্রা আরও সহজ হল ! মহিলা বিশ্ববিদ্যালয় ধরল ভবিষ্যতের হাল

Last Updated:

উদ্দেশ একটাই, কন্যাশ্রী মেয়েরা যেন সময়মত সঠিক পথ বেছে নিতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জীবন গড়তে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার, নবাব মল্লিক: কন্যাশ্রী মেয়েদের স্বপ্নের দিশা দেখাতে দক্ষিণ ২৪ পরগনার প্রথম সরকারি উদ্যোগে কেরিয়ার কাউন্সিলিং হল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। এই কেরিয়ার কাউন্সেলিং শিবিরে একত্রিত হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্তের কন্যাশ্রী প্রকল্পের মেয়েরা। সেই সমস্ত মেয়েদের কারও চোখে ডাক্তার হ‌ওয়ার স্বপ্ন, কারও মনে শিক্ষকতা বা পুলিশ অফিসার হওয়ার লক্ষ্য। আবার কেউ বা হতে চায় শিল্পী বা খেলোয়াড়।
advertisement

কিন্তু সেই পথে হাঁটার প্রথম ধাপেই ছিল দ্বিধা। কোন বিষয়ে পড়াশোনা করব? কোন পথ আমার জন্য সঠিক?” এমন দিশাহীনতার অবসান ঘটাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে এই কর্মসূচি।উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক শীর্ষকর্তারা। সাবডিভিশনাল অফিসার, ব্লক অফিসার সহ বহু বিশিষ্ট মানুষ।

আরও পড়ুন : দিনে বাইক নিয়ে কেরামতি, রাতে সবার আড়ালে চলে অন্যকাজ! যুবকের কাণ্ড দেখলে মাথা ঘুরবে

advertisement

এই কেরিয়ার কাউন্সিলিং এ সমাজের বিভিন্ন ক্ষেত্রের সফল মানুষরা এসে নিজেদের গল্প শোনান, শোনান সংগ্রাম, অধ্যবসায়, সাফল্যের গল্প। এই আয়োজনের উদ্দেশ একটাই। কন্যাশ্রী মেয়েরা যেন সময়মত সঠিক পথ বেছে নিতে পারে, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জীবন গড়তে পারে, আর বুঝতে পারে স্বপ্ন শুধু দেখা যায় না, তা পূরণও করা যায়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

এ নিয়ে ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ জানান, ” মূলত এখানে একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা উপস্থিত হয়েছে। এখান থেকে তারা ভীষণরকমভাবে উদ্বুদ্ধ হয়ে যাতে আগামীদিনে সঠিক দিশায় চলতে পারে সেই বার্তা দেওয়া হয়েছে।” সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরাও। তারাও এই কর্মসূচি থেকে অনেককিছুই শিখতে পেরেছে বলে জানিয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণীর পর তারা এই কর্মসূচি থেকে যা শিখেছে সেই জ্ঞান কাজে লাগাবে বলে জানিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
কন্যাশ্রীদের স্বপ্নের যাত্রা আরও সহজ হল ! মহিলা বিশ্ববিদ্যালয় ধরল ভবিষ্যতের হাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল