কিন্তু সেই পথে হাঁটার প্রথম ধাপেই ছিল দ্বিধা। কোন বিষয়ে পড়াশোনা করব? কোন পথ আমার জন্য সঠিক?” এমন দিশাহীনতার অবসান ঘটাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে এই কর্মসূচি।উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক শীর্ষকর্তারা। সাবডিভিশনাল অফিসার, ব্লক অফিসার সহ বহু বিশিষ্ট মানুষ।
আরও পড়ুন : দিনে বাইক নিয়ে কেরামতি, রাতে সবার আড়ালে চলে অন্যকাজ! যুবকের কাণ্ড দেখলে মাথা ঘুরবে
advertisement
এই কেরিয়ার কাউন্সিলিং এ সমাজের বিভিন্ন ক্ষেত্রের সফল মানুষরা এসে নিজেদের গল্প শোনান, শোনান সংগ্রাম, অধ্যবসায়, সাফল্যের গল্প। এই আয়োজনের উদ্দেশ একটাই। কন্যাশ্রী মেয়েরা যেন সময়মত সঠিক পথ বেছে নিতে পারে, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জীবন গড়তে পারে, আর বুঝতে পারে স্বপ্ন শুধু দেখা যায় না, তা পূরণও করা যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ জানান, ” মূলত এখানে একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা উপস্থিত হয়েছে। এখান থেকে তারা ভীষণরকমভাবে উদ্বুদ্ধ হয়ে যাতে আগামীদিনে সঠিক দিশায় চলতে পারে সেই বার্তা দেওয়া হয়েছে।” সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরাও। তারাও এই কর্মসূচি থেকে অনেককিছুই শিখতে পেরেছে বলে জানিয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণীর পর তারা এই কর্মসূচি থেকে যা শিখেছে সেই জ্ঞান কাজে লাগাবে বলে জানিয়েছে।