স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তিতে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছাত্র-ছাত্রীদেরই বাড়তি গুরুত্ব দিতে হবে। তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা দিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। স্নাতকোত্তরের ছাত্র ভর্তিতে নিজস্ব বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ থাকবে। বাকি ২০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আশা ছাত্র-ছাত্রীদের জন্য রাখা থাকবে।
আরও পড়ুনঃ নিজের বুথেই জেতেনি দল, এ বারে ভাঙড় নিয়ে বিস্ফোরক আরাবুল ইসলাম, তোলপাড়
advertisement
এ ক্ষেত্রে ইউনিটর ইউনিভার্সিটি অর্থাৎ রবীন্দ্রভারতী, যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়গুলিকে ৯০% আসন সংরক্ষণ করতে হবে নিজস্ব বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য। বাকি ১০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আশা ছাত্র-ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ থাকবে।
এ ক্ষেত্রে যদি নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংরক্ষিত আসনে ছাত্রছাত্রী ভর্তি না হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বাইরের বিশ্ববিদ্যালয় থেকে আশা ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তি প্রক্রিয়া করতে পারবে ইন্টারভিউয়ের মাধ্যমে। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চশিক্ষা দফতর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়