TRENDING:

Recruitment 2022: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০৪ পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ২১ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) অধীনে লক্ষ্মীবাই কলেজের (Lakshmibai College) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Recruitment 2022
Recruitment 2022
advertisement

DU Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২১ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: আমির খানের 'মন' থেকে 'কপিল শর্মা শো', চিনতে পারছেন এই অভিনেত্রীকে?

DU Recruitment 2022: আবেদন পদ্ধতি

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের https://colrec.du.ac.in মাধ্যমে আবেদন করতে হবে। ২১ জুন, ২০২২ বা এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে দুই সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে।

DU Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

advertisement

প্রতিষ্ঠানের তরফে মোট ১০৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

কমার্স- ১২টি পদ

কম্পিউটার সায়েন্স- ৪টি পদ

ইকোনমিকস- ১০টি পদ

ইংরেজি- ১৩টি পদ

হিন্দি- ৮টি পদ

ইতিহাস- ২টি পদ

হোম সায়েন্স- ১১টি পদ

মিউজিক- ১টি পদ

ফিলোজফি- ৮টি পদ

ফিজিক্যাল এডুকেশন- ১টি পদ

পলিটিক্যাল সায়েন্স- ৫টি পদ

পঞ্জাবি- ১টি পদ

সাইকোলজি- ১১টি পদ

advertisement

সংস্কৃত- ৪টি পদ

সোশিওলজি- ৯টি পদ

ইভিএস- ৪টি পদ

আরও পড়ুন: মর্মান্তিক দৃশ্য, খালের জলে ভাসছে শয়ে শয়ে মরা কচ্ছপ!

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: লক্ষ্মীবাই কলেজ, দিল্লি বিশ্ববিদ্যালয় (Lakshmibai College, Delhi University)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদের সংখ্যা: ১০৪
কাজের স্থান: নয়াদিল্লি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন শুরু তারিখ: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ তারিখ: ২১.০৬.২০২২

DU Recruitment 2022: আবেদনের যোগ্যতা

ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ে ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। এছাড়াও প্রার্থীদের UGC বা CSIR দ্বারা পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (National Eligibility Test) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

এছাড়াও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের ৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা কোনও ভারতীয় বা বিদেশি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি থাকতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০৪ পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল