TRENDING:

Delhi Metro Recruitment 2022: মেট্রো রেল কর্পোরেশনে পরিচালক পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, কবে করবেন জানুন

Last Updated:

Delhi Metro Recruitment 2022: আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ মার্চ, ২০২২ তারিখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের ( Delhi Metro Rail Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পরিচালক পদে নিয়োগের জন্য আবেদনপত্র আমন্ত্রণ করা হয়েছে, কারণ বর্তমান পরিচালক মঙ্গু সিংয়ের কাজের মেয়াদ ৩১ মার্চ শেষ হচ্ছে৷ ডিএমআরসি এমডি হিসাবে সিংয়ের মেয়াদ গত বছরের সেপ্টেম্বরে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। সিংকে অতীতে একাধিক এক্সটেনশন দেওয়া হয়েছিল।
Delhi Metro Recruitment 2022
Delhi Metro Recruitment 2022
advertisement

ডিএমআরসি এমডি দিল্লি সরকারের মনোনীত ব্যক্তি। ডিএমআরসিতে একজন চেয়ারম্যান সহ ১৭ জন পরিচালক রয়েছেন। পাঁচজন কেন্দ্র ও দিল্লি সরকারের মনোনীত অর্থাৎ কেন্দ্র এবং দিল্লি সরকারের ডিএমআরসিতে সমান অংশীদারিত্ব রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক দিল্লি সরকার দ্বারা মনোনীত হয়।

এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

advertisement

Delhi Metro Recruitment 2022: আবেদনের তারিখ

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ মার্চ, ২০২২ তারিখ। তারপরে দিল্লি সরকারের নির্বাচন কমিটি সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার পরে নতুন এমডির নাম চূড়ান্ত করবে।

Delhi Metro Recruitment 2022: আবেদনের যোগ্যতা

দিল্লি সরকারের পরিবহণ বিভাগ দ্বারা জারি করা একটি বিজ্ঞাপন অনুসারে, এমডি পদের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ৪৫ বছর হতে হবে। বহিরাগত প্রার্থীদের জন্য, সর্বোচ্চ বয়স ৫৮ বছর এবং অভ্যন্তরীণ প্রার্থীদের জন্য ৬০ বছর। এমডি-র চাকরির মেয়াদ ৬৫ বছর পর্যন্ত। সে ক্ষেত্রে এমডি পাঁচ বছরের মেয়াদ শেষে বা ৬৫ বছর বয়সে, অবসরে যাবেন।

advertisement

আরও পড়ুন- স্টাফ সিলেকশন বোর্ডের অধীনে ১০১৫৭ শূন্যপদে নিয়োগ! আবেদন করতে দেরি করবেন না

এই সংক্রান্ত বিষয়ে কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ( Delhi Metro Rail Corporation)
পদের নাম পরিচালক
শূন্যপদের সংখ্যা কিছু জানানো হয়নি
কাজের স্থান নয়াদিল্লি
কাজের ধরন কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি সংক্ষিপ্ত তালিকাভুক্ত  আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদে দেখুন
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন ০৪.০৩.২০২২

Delhi Metro Recruitment 2022: মঙ্গু সিং, বর্তমান ডিএমআরসি এমডি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডিএমআরসি-এর এমডি হিসাবে সিংয়ের মেয়াদ ১ জানুয়ারি, ২০১২ থেকে শুরু হয়েছিল, তাঁর পূর্বসূরী ই শ্রীধরণ ৩১ ডিসেম্বর, ২০১১-এ তাঁকে দায়িত্ব হস্তান্তর করার পরে মঙ্গু সিং দায়িত্বভার গ্রহণ করেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Delhi Metro Recruitment 2022: মেট্রো রেল কর্পোরেশনে পরিচালক পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, কবে করবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল