TRENDING:

করোনায় পড়ুয়াদের পড়াশোনার ক্ষতির কথা ভেবে দিল্লিতে ‘শীতকালীন আঙ্কের ক্যাম্প’

Last Updated:

 সোমবার, শহরের স্কুলগুলির জন্য একটি ‘শীতকালীন আঙ্কের ক্যাম্প’ চালু করেছে দিল্লি সরকার। করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের ক্ষতি হয়েছে, সেই ফাঁকগুলি পূরণ করতেই এই পদক্ষেপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: সোমবার, শহরের স্কুলগুলির জন্য একটি ‘শীতকালীন আঙ্কের ক্যাম্প’ চালু করেছে দিল্লি সরকার। করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের ক্ষতি হয়েছে, সেই ফাঁকগুলি পূরণ করতেই এই পদক্ষেপ। এই ক্যাম্প চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এই উদ্যোগটি নবম শ্রেণির পড়ুয়াদের শেখার স্তরের উন্নতি ঘটাবে। পরীক্ষা-কেন্দ্রিক আলোচনা আরও এগিয়ে নিয়ে যাবে। সেই সঙ্গে পড়ুয়াদের ফাউন্ডেশন কনসেপ্টেরও সমাধান করতে সক্ষম হবে।
করোনায় পড়ুয়াদের পড়াশোনার ক্ষতির কথা ভেবে দিল্লিতে ‘শীতকালীন আঙ্কের ক্যাম্প’
করোনায় পড়ুয়াদের পড়াশোনার ক্ষতির কথা ভেবে দিল্লিতে ‘শীতকালীন আঙ্কের ক্যাম্প’
advertisement

দিল্লি সরকারের উপদেষ্টা রীনা গুপ্তা বলেছেন, ক্যাম্পটি পরিকল্পনা করে হয়েছে এমন ভাবে যাতে শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থী যে সমস্যাগুলির মুখোমুখি হয় তা নিয়ে চর্চা করার সুযোগ পায়। এবং শহরের সরকারি স্কুলগুলির ক্লাস-৯-এর শিক্ষার্থীদের ভিত্তিগত ধারণাগুলিকে মজবুত করার চেষ্টা করা হবে। তিনি বলেন, ক্যাম্পটি একটি ছোট আকারের পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন:  CBSE-র ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির সংশোধিত ডেটশিট প্রকাশ, এক ঝলকে দেখে নিন

তিনি আরও বলেন, "আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রচুর আশা রয়েছে যা পূরণ করার ক্ষমতা তাদের আছে। ‘শীতকালীন আঙ্কের ক্যাম্প’- এই উদ্যোগটি তাদের অঙ্কের ভীতি কাটিয়ে উঠতে সাহায‍্য করবে, পড়ুয়াদের মধ্যে তাদের বার্ষিক পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করার জন্য উত্সাহ তৈরি করবে এবং নতুন অনেক কিছু শিখতে পারবে।"

advertisement

আরও পড়ুন:  ৫০ হাজার পড়ুয়াকে স্কলারশিপ রিলায়েন্স ফাউন্ডেশনের, আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপের বিষয়ে রইল যাবতীয় তথ্য

শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে কিছু বিষয় নিয়ে বিশেষ আলোচনা করা হবে যেমন সংখ্যা পদ্ধতি (number systems), চতুর্ভুজ (quadrilaterals), পরিমিতি (mensuration)। শিক্ষার্থীদের উন্নতির জন্য শিক্ষকরা বিভিন্ন বিষয়ে পরীক্ষা দেবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
করোনায় পড়ুয়াদের পড়াশোনার ক্ষতির কথা ভেবে দিল্লিতে ‘শীতকালীন আঙ্কের ক্যাম্প’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল