দিল্লি সরকারের উপদেষ্টা রীনা গুপ্তা বলেছেন, ক্যাম্পটি পরিকল্পনা করে হয়েছে এমন ভাবে যাতে শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থী যে সমস্যাগুলির মুখোমুখি হয় তা নিয়ে চর্চা করার সুযোগ পায়। এবং শহরের সরকারি স্কুলগুলির ক্লাস-৯-এর শিক্ষার্থীদের ভিত্তিগত ধারণাগুলিকে মজবুত করার চেষ্টা করা হবে। তিনি বলেন, ক্যাম্পটি একটি ছোট আকারের পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: CBSE-র ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির সংশোধিত ডেটশিট প্রকাশ, এক ঝলকে দেখে নিন
তিনি আরও বলেন, "আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রচুর আশা রয়েছে যা পূরণ করার ক্ষমতা তাদের আছে। ‘শীতকালীন আঙ্কের ক্যাম্প’- এই উদ্যোগটি তাদের অঙ্কের ভীতি কাটিয়ে উঠতে সাহায্য করবে, পড়ুয়াদের মধ্যে তাদের বার্ষিক পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করার জন্য উত্সাহ তৈরি করবে এবং নতুন অনেক কিছু শিখতে পারবে।"
শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে কিছু বিষয় নিয়ে বিশেষ আলোচনা করা হবে যেমন সংখ্যা পদ্ধতি (number systems), চতুর্ভুজ (quadrilaterals), পরিমিতি (mensuration)। শিক্ষার্থীদের উন্নতির জন্য শিক্ষকরা বিভিন্ন বিষয়ে পরীক্ষা দেবেন।