CBSE-র ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির সংশোধিত ডেটশিট প্রকাশ, এক ঝলকে দেখে নিন

Last Updated:

নতুন সময়সূচী অনুসারে, ৪ এপ্রিল যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল তা ২৫ মার্চ বিজনেস স্টাডিজ এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষার পরর্বতী দিনে তথা ২৭ মার্চ তারিখে এগিয়ে আনা হয়েছে৷

সিবিএসইির ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির সংশোধিত ডেটশিট প্রকাশ
সিবিএসইির ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির সংশোধিত ডেটশিট প্রকাশ
#নয়া দিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফ থেকে ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য সংশোধিত ডেটশিট প্রকাশিত হয়েছে৷ নতুন সময়সূচী অনুসারে, ৪ এপ্রিল যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল তা ২৫ মার্চ বিজনেস স্টাডিজ এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষার পরর্বতী দিনে তথা ২৭ মার্চ তারিখে এগিয়ে আনা হয়েছে৷
যে বিষয়গুলির পরীক্ষাগুলি পুনঃনির্ধারিত করা হয়েছে তার মধ্যে রয়েছে উর্দু ইলেকটিভ, সংস্কৃত ইলেকটিভ, কর্নাটিক মিউজিক ভোকাল, কর্ণাটিক মিউজিক মেল ইনস, কর্ণাটিক মিউজিক প্রতি ইনস মৃদঙ্গম, নলেজ ট্র‍্যাডিশন অ‍্যান্ড প্রেক্টিস অফ ইন্ডিয়া , উর্দু কোর, ফ্রন্ট অফিস অপারেশন, ইন্সুরেন্স, জিওসেপিয়াল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ট্যাক্সেশন এবং মিডিয়া স্টাডিজ. শিক্ষার্থীরা ১২ তম শ্রেণির সংশোধিত ডেটশীট অফিসিয়াল ওয়েবসাইট - cbse.gov.in এবং cbse.nic.in-এ পেয়ে যাবে।
advertisement
বোর্ডের জারি করা ডেটশিট অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ২১ মার্চ শেষ হবে। যদিও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কিন্তু তা ৫ এপ্রিল পর্যন্ত চলবে। দশম এবং দ্বাদশ উভয় শ্রেণির পরীক্ষায় শুরু হবে সকাল ১০.৩০টায় এবং শেষ হবে দুপুর ১.৩০টায়।
advertisement
আরও পড়ুন:  CBSE ১০, ১২ শ্রেণির বোর্ড পরীক্ষা ২০২৩-এর জন্য বিষয়-ভিত্তিক নম্বরের ভাগ প্রকাশ করেছে
সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা ৮০ নম্বরে হবে এবং বাকি ‘ইন্টারনাল অ্যাসেসমেন্টে’ ও ‘প্রজেক্ট অ্যাসেসমেন্টে’-এর জন্য ২০ নম্বর৷ শিক্ষা মন্ত্রক আগে বলেছিল যে দশম শ্রেণি পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ এবং দ্বাদশ শ্রেণির তম পরীক্ষায় ৩০ শতাংশ প্রশ্ন থাকবে দক্ষতা ভিত্তিক।
advertisement
বোর্ড আগেই ঘোষণা করেছিল যে প্র্যাক্টিক্যাল পরীক্ষার তারিখ, যা ২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সিবিএসই বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক ডঃ সানিয়াম ভরদ্বাজ বলেছেন যে স্কুলগুলিকে পরীক্ষার জন্য নিয়ন্ত্রক এবং সুপারভাইজার, সহকারী সুপারভাইজার ঠিক করতে হবে ।প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়ার পর শিক্ষার্থীদের কপি মূল্যায়ন করা হবে এবং তাদের নম্বর ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্র্যাক্টিক্যাল ও লিখিত পরীক্ষার সময় স্কুলগুলোকে বাধ্যতামূলকভাবে প্রতিটি ঘরে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। বোর্ডের অধিভুক্ত যে কোনও স্কুল যারা এটি অনুসরণ করে না তাদের ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE-র ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির সংশোধিত ডেটশিট প্রকাশ, এক ঝলকে দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement