রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের প্রচুর আসন ফাঁকা। তাই স্নাতক স্তরের প্রথম বর্ষের আসন পূরণ করার জন্য ভর্তির সময়সীমা বাড়াল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে৷
উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু হয়ে গিয়েছিল ভর্তি প্রক্রিয়া৷ কিন্তু প্রথম বর্ষের আসন ফাঁকা থাকায় ফের ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল শিক্ষা দফতর৷
advertisement
আরও পড়ুন: সরকারি ছুটি…! টানা ৩ দিন দিল্লিতে বন্ধ স্কুল-কলেজ-অফিস! কবে থেকে ছুটি শুরু? দেখুন তালিকা
পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি ফের অনলাইন পোর্টাল চালু করতে পারে। মূলত যে আসনগুলি ফাঁকা পড়ে রয়েছে তার জন্য নতুন আবেদনপত্রও নিতে পারবে কলেজগুলি। এখন থেকেই ভর্তি প্রক্রিয়া কার্যকর করতে পারে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি। নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল উচ্চশিক্ষা দফতর।