কোচিং সেন্টারে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীর বয়সও বেঁধে দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার কোচিং সেন্টারগুলিতে ভর্তি সংক্রান্ত নির্দেশিকায় জানানো হয়েছে ১৬ বছর বয়সের নীচে কোনও পড়ুয়াকেই ভর্তি নিতে পারবে না কোচিং সেন্টারগুলি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং-এ ভর্তি হতে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যে কোনও ছাত্র-ছাত্রীকে।
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন কি পশ্চিমবঙ্গেও সরকারি ছুটি? চিঠি পৌঁছল মমতার কাছে! মিলবে সাড়া?
advertisement
স্কুলের সঙ্গে কোচিংয়ের সময় যাতে আলাদা হয়, সে ব্যাপারেও নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এছাড়া প্রতিদিন কোচিংয়ের নির্দিষ্ট সময় নির্ধারণ করা, সাপ্তাহিক ছুটি রাখা, পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে সহ-পাঠ্যক্রমের ব্যবস্থা করার কথাও নির্দেশিকায় বলা হয়েছে। কোনও কোচিং সেন্টার সরকারি এই নির্দেশিকা না মানলে সেই কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করা হবে।
আরও পড়ুন: রাম মন্দিরের উদ্বোধন সোমবার, সরকারি অফিসের মতো ব্যাঙ্কেও কি ছুটি ২২ জানুয়ারি? বড় খবর
মূল যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে তা হল– প্রতিটি কোচিং সেন্টারে ফাস্ট-এড, ন্যূনতম চিকিৎসা পরিষেবা, বিদ্যুতের ব্যবস্থা, পানীয় জল এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেন্টারের শিক্ষকদের ন্যূনতম স্নাতক হতে তবে। অন্য়থায় কোচিং সেন্টারের শিক্ষকতা করা যাবে না। শিক্ষকদের মান উন্নত হতে হবে। ১৬ বছরের কম বয়সি পড়ুয়াদের কোচিংয়ে ভর্তি করা চলবে না। উচ্চ মাধ্যমিক পাশ করার পরই কোচিং ভর্তি নিতে পারবে। কোচিং সেন্টার ভর্তি হওয়া প্রতিটি ছাত্র-ছাত্রীর স্বার্থ রক্ষার্থে কাজ করবে। ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। তার জন্য কোচিং সেন্টারগুলিকে কেরিয়ার গাইডেন্সের পাশাপাশি কাউন্সেলিং-এরও ব্যবস্থা করতে হবে।