স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, আজ বিকেলের পরই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে। দ্রুত ইন্টারভিউ শেষ করার জন্য এবার এসএসসির রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু করা হবে? তালিকা প্রকাশ করে আজই জানাবে এসএসসি।
আরও পড়ুন: টানা ১৭ ঘণ্টা…ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! রবিবার কখন থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা? জেনে নিন
advertisement
ইতিমধ্যেই লিখিত পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে তা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ১:১.৬ অনুপাতে ইন্টারভিউয়ের জন্য ডাকবে বিষয় ভিত্তিক স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ কোনও বিষয়ে ১০০ টি শূন্যপদ থাকলে তার জন্য ১৬০ জন প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য।
গত নভেম্বর মাসে প্রকাশিত হয় একাদশ দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল৷ পরীক্ষা গ্রহণের ৫৪ দিনের মাথায় এই ফলপ্রকাশ করে কমিশন। ফলপ্রকাশের পাশাপাশি আনসার কি-ও প্রকাশ করা হয়। কবে থেকে নথি যাচাই করা যাবে তাও জানাল এসএসসি। গত ১৪ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা নেওয়া হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০।
