‘থিওরি অফ ইভলিউশন’ বা ডারউনের বিবর্তন বাদ বিজ্ঞানের বই থেকে বাদ দেওয়া নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে৷ অন্তত, ১৮০০ জন বিজ্ঞানী, শিক্ষাবিদ এ নিয়ে কেন্দ্রকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছেন৷ কিন্তু, এখন National Council of Educational Research and Training (NCERT)-এর নতুন প্রকাশিত বই বের হওয়ার পরে দেখা যাচ্ছে, দশম শ্রেণির বইয়ে আরও কাটছাঁট করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: ছোট্ট ভুল! OTP ছাড়াই অ্যাকাউন্ট থেকে গায়েব হবে লক্ষ লক্ষ টাকা! অনলাইন শপিংয়ে নয়া ফাঁদ
বাদ যাওয়া বিষয়গুলির মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল সাসটেনিবিলিটি, শক্তির উৎস৷ গণতন্ত্র, গণতন্ত্রের পথে বাধা, রাজনৈতিক দল সংক্রান্ত সম্পূর্ণ একটি অধ্যায়ও বাদ দেওয়া হয়েছে সরকারি বই থেকে৷
NCERT-র তরফে দাবি করা হয়েছে, কোভিড পরবর্তী পর্যায়ে ছাত্রছাত্রীদের উপরে পড়াশোনার বোঝা কমাতে, ওভারল্যাপিং কনটেন্ট, প্রয়োজনের অতিরিক্ত বিষয়গুলি বিবেচনা করে বাদ দেওয়া হয়েছে৷
যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে রসায়ন বাছবেন, তাঁরা পর্যায় সারণি অর্থাৎ, পিরিয়ডিক টেবিল সম্পর্কে পড়তে পারবেন৷ প্রসঙ্গত, দশম শ্রেণি পর্যন্তই বাধ্যতামূলক ভাবে বিজ্ঞান পড়ানো হয় আমাদের দেশে৷
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার এ বিষয়ে বলেছেন, ‘‘করোনা পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের উপর থেকে বোঝা কমানোর জন্য সিলেবাসে এই পরিবর্তন প্রয়োজন ছিল৷ যদি কোনও পড়ুয়া ডারউইনের বিবর্তন বাদ সম্পর্কে জানচে চায়, তাহলে সে তা যে কোনও ওয়েবসাইট থেকে পড়তে পারে৷ দ্বাদশ শ্রেণির বইয়ে তো বিবর্তন বাদ রয়েইছে৷ অকারণ প্রচার চালানোর কোনও অর্থ নেই৷’’