Online Fraud | Online Shopping: ছোট্ট ভুল! OTP ছাড়াই অ্যাকাউন্ট থেকে গায়েব হবে লক্ষ লক্ষ টাকা! অনলাইন শপিংয়ে নয়া ফাঁদ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
নতুন পদ্ধতিতে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত আপনার ইউপিআই অ্যাকাউন্টকে টার্গেট করা হচ্ছে। বহু লোকের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদি কোনও অপরিচিত ব্যক্তি আপনাকে ফোনে এই ধরনের কোনও কাজ করতে বলেন, তাহলে অবিলম্বে ফোনটি সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন৷ সঙ্গে সঙ্গে থানায় নম্বরটি রিপোর্টও করবেন।
কলকাতা: প্রায় প্রতিদিনই দেশে অনলাইন জালিয়াতির বহু ঘটনাই সামনে আসছে৷ গ্রাহকদের টাকা লোপাট করতে, প্রতারণার নতুন উপায়ও উদ্ভাবন করেছে প্রতারকেরা। তারা সাইবার জালিয়াতি চালানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে। এই প্রতিবেদনে এমন কিছু ঘটনার কথা শুনুন যেখানে OTP শেয়ার না করেই অনলাইন প্রতারণার শিকার হয়েছেন মানুষ। এমতাবস্থায়, আপনারও আরও সতর্ক হওয়া উচিত এবং ভুল করেও যে কাজটি এই ব্যক্তি করেছেন, তা করবেন না।
নতুন পদ্ধতিতে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত আপনার ইউপিআই অ্যাকাউন্টকে টার্গেট করা হচ্ছে। বহু লোকের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদি কোনও অপরিচিত ব্যক্তি আপনাকে ফোনে এই ধরনের কোনও কাজ করতে বলেন, তাহলে অবিলম্বে ফোনটি সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন৷ সঙ্গে সঙ্গে থানায় নম্বরটি রিপোর্টও করবেন।
advertisement
advertisement
কীভাবে প্রতারিত হচ্ছেন মানুষ?
একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। একটি একটি সত্যি ঘটনা অবলম্বন করেই লেখা হচ্ছে৷ শুধু প্রতারিত ব্যক্তির নাম পরিবর্তন করা হয়েছে। রাহুল নামে বছর পঁচিশের এক ব্যক্তি XYZ শপিং ওয়েবসাইট থেকে ৩০,০০০ টাকার একটি ফোন অর্ডার করেছিলেন৷ ফোনটি ১৭ মে ডেলিভারি দেওয়ার কথা ছিল৷ কিন্তু রাহুলের কাছে ১৬ মে একটি কল আসে৷ ফোনের ওপার থেকে বলা হয়, তিনি XYZ কোম্পানির কাস্টোমার কেয়ার থেকে ফোন করছেন। এর পরে, তিনি রাহুলকে তারঁ অর্ডার দেওয়া মোবাইলের কথা উল্লেখ করে বলেন যে, তাঁকে আরও একবার তাঁর ঠিকানা নিশ্চিত করে বলতে হবে।
advertisement
ঠিকানা নিশ্চিত করার লিঙ্ক
যদিও রাহুল ইতিমধ্যেই শপিং ওয়েবসাইটে তাঁর ঠিকানা লিখে দিয়েছিলেন। তাই রাহুলের একটি সন্দেহ হয়। রাহুল কথা বলতে থাকেন৷ একসময় টেলিফোনের ওপার থেকে বলা হয়, তাঁকে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে, রাহুল যেন ওই লিঙ্কে ক্লিক করে ঠিকানা নিশ্চিত করেন। রাহুল এটিতে ক্লিক করলে একটি UPI পেমেন্ট গেটওয়ে খুলে যায়। এতে তাঁর ব্যাঙ্কের বিবরণ চাওয়া হয়। রাহুল এ বিষয়ে জিজ্ঞাসা করলে, ফোনের ওপারের ব্যক্তি বলেন, ঠিকানা নিশ্চিত করার জন্য রাহুলকে প্রথমে ৫ টাকা দিতে হবে। এতেই রাহুল বুঝে যান এবং ফোন কেটে দেন৷ স্পষ্টতই, ওই লিঙ্কে ব্যাঙ্কের বিবরণ লিখলে রাহুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 01, 2023 1:45 PM IST