CISF Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৪ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
CISF Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনো পর্যন্ত মোট ১১৪৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force) |
পদের নাম | পুরুষ কনস্টেবল/ফায়ারম্যান পদ |
শূন্যপদের সংখ্যা | ১১৪৯ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা সহ অন্যান্য |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | একটি স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী বা |
সমমানের যোগ্যতা বেতনক্রম | মাসিক ২১,৭০০-৬৯,১০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৪.০৩.২০২২ |
যোগ্যতা, আবেদনের বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এখানে উপলব্ধ লিঙ্কে https://cisfrectt.in/notifications/Fire21_Notification_English.pdf ক্লিক করে দেখতে পারেন।
CISF Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই বিজ্ঞান বিষয় সহ একটি স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী বা সমমানের যোগ্যতা থাকতে হবে।
CISF Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের বয়সের নিম্নসীমা ১৮ বছর এবং উর্ধ্বসীমা ৪ মার্চ, ২০২২ অনুযায়ী ২৩ বছর হতে হবে।
আরও পড়ুন- বিপুল সংখ্যক শূন্যপদে অঙ্গনওয়ারিতে নিয়োগ! আজই আবেদন করুন
CISF Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের বিশেষ করে জানানো হচ্ছে যে তাঁদের শুধুমাত্র সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে। এই বিষয়ে আরও জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
CISF Recruitment 2022: বেতনক্রম
মাসিক ২১,৭০০-৬৯,১০০ টাকা
CISF Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের শারীরিক দক্ষতামূলক পরীক্ষা (PET), শারীরিক মান পরীক্ষা (PST), OMR/কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), নথি যাচাই (DV)/ বিস্তারিত মেডিকেল পরীক্ষা (DME) এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে।