TRENDING:

ICSE Class 10th 2024 Result : প্রকাশিত এ বছরের ICSE পরীক্ষার ফল, ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা, জানুন বাংলার পরীক্ষার্থীদের সাফল্য

Last Updated:

CISCE Board ISC 12th, ICSE 10th Result 2024: সোমবার সকাল ১১ টায় সাংবাদিক বৈঠক করে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলপ্রকাশ করে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রকাশিত হল এ বছরের আইসিএসই পরীক্ষার ফল। সোমবার সকাল ১১ টায় সাংবাদিক বৈঠক করে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলপ্রকাশ করে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই। এদিনই CISCE-র অফিশিয়াল ওয়েবসাইট cisce.org থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। এ বছর সার্বিকভাবে ICSE-তে পাশের হার ৯৯.৪৭ শতাংশ। ICSE-তে ছাত্রীরা উল্লেখযোগ্য ফল করেছে ছাত্রদের তুলনায়। ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৯.৩১ শতাংশ।
প্রকাশিত হল এ বছরের আইসিএসই পরীক্ষার ফল
প্রকাশিত হল এ বছরের আইসিএসই পরীক্ষার ফল
advertisement

বাংলা থেকে এ বছর ICSE পরীক্ষায় বসেছিল মোট ৪২,৩৭২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ছিল ২৩, ২১৪ এবং ছাত্রীর সংখ্যা  ১৯, ১৫৮ জন। এ রাজ্যে ছাত্রীদের মধ্যে পাশের হার ৯৯.৪১ শতাংশ। ছাত্রদের মধ্যে সফল হয়েছে ৯৯.০৭ শতাংশ। রাজ্যে সার্বিক সাফল্যের হার ৯৯.২২ শতাংশ।

আরও পড়ুন : প্রকাশিত হল ISC-র ফলাফল, দ্বাদশের ফলে পাশের হারে এগিয়ে মেয়েরা, রাজ্যের ফল কেমন হল?

advertisement

এ বছর ICSE দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ ফেব্রুয়ারি। পরীক্ষা চলেছিল ২৮ মার্চ পর্যন্ত। ISC বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা চলেছিল ৩ এপ্রিল পর্যন্ত।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বোর্ডের নিয়ম অনুযায়ী উত্তীর্ণ হওয়ার জন্য প্রতি বিষয়ে এবং সার্বিক মোট নম্বরে ন্যূনতম ৩৩ শতাংশ বা গ্রেড ডি পেতেই হবে পরীক্ষার্থীকে। এর থেকে কম পেলে তাকে অনুত্তীর্ণ বলে ধরে নেওয়া হবে। পরের বছর তাকে ফের বসতে হবে পরীক্ষায়। গত বছর ICSE দশম শ্রেণীর পরীক্ষায় পাশের হার ছিল ৯৮.৯৪% । ২০২৩-এর তুলনায় এ বছর সামান্য হলেও বাড়ল পাশের হার।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICSE Class 10th 2024 Result : প্রকাশিত এ বছরের ICSE পরীক্ষার ফল, ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা, জানুন বাংলার পরীক্ষার্থীদের সাফল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল