বাংলা থেকে এ বছর ICSE পরীক্ষায় বসেছিল মোট ৪২,৩৭২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ছিল ২৩, ২১৪ এবং ছাত্রীর সংখ্যা ১৯, ১৫৮ জন। এ রাজ্যে ছাত্রীদের মধ্যে পাশের হার ৯৯.৪১ শতাংশ। ছাত্রদের মধ্যে সফল হয়েছে ৯৯.০৭ শতাংশ। রাজ্যে সার্বিক সাফল্যের হার ৯৯.২২ শতাংশ।
আরও পড়ুন : প্রকাশিত হল ISC-র ফলাফল, দ্বাদশের ফলে পাশের হারে এগিয়ে মেয়েরা, রাজ্যের ফল কেমন হল?
advertisement
এ বছর ICSE দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ ফেব্রুয়ারি। পরীক্ষা চলেছিল ২৮ মার্চ পর্যন্ত। ISC বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা চলেছিল ৩ এপ্রিল পর্যন্ত।
বোর্ডের নিয়ম অনুযায়ী উত্তীর্ণ হওয়ার জন্য প্রতি বিষয়ে এবং সার্বিক মোট নম্বরে ন্যূনতম ৩৩ শতাংশ বা গ্রেড ডি পেতেই হবে পরীক্ষার্থীকে। এর থেকে কম পেলে তাকে অনুত্তীর্ণ বলে ধরে নেওয়া হবে। পরের বছর তাকে ফের বসতে হবে পরীক্ষায়। গত বছর ICSE দশম শ্রেণীর পরীক্ষায় পাশের হার ছিল ৯৮.৯৪% । ২০২৩-এর তুলনায় এ বছর সামান্য হলেও বাড়ল পাশের হার।