CGPSC State ESE 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে বিপুল নিয়োগ, জানুন
CGPSC State ESE 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৭১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ছত্তিসগঢ় পাবলিক সার্ভিস কমিশন |
পদের নাম: | স্টেট ইএসই ২০২১ |
শূন্যপদের সংখ্যা: | ১৭১ |
কাজের স্থান: | ছত্তিসগঢ় |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক উত্তীর্ণ |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | ৩০.১২.২০২১ |
CGPSC State ESE 2021: শিক্ষাগত যোগ্যতা
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় ব্যাচেলর ডিগ্রি থাকলে তাঁরা আবেদনের যোগ্য।
বিশদ নোটিশ মিলবে এই লিঙ্ক মারফত- http://psc.cg.gov.in/index.html
CGPSC State ESE 2021: আবেদন পদ্ধতি
প্রথমে CGPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে psc.cg.gov.in যেতে হবে
হোমপেজের অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে
CGPSC State ESE 2021 লিঙ্কে ক্লিক করতে হবে
আরও পড়ুন- ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়াতে প্রচুর নিয়োগ, কী ভাবে আবেদন জানুন
নতুন একটি পেজ খুলবে যেখানে পুরাতন প্রার্থীদের লগ-ইন করতে হবে ও নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে
আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করতে হবে ও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে
আবেদন ফি জমা করতে হবে
সাবমিট লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি জমা করতে হবে।
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন
CGPSC State ESE 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি- ৪০০ টাকা
OBC, SC, ST, ও রাজ্য নিবাসী- ৩০০ টাকা