TRENDING:

Central Government: পরীক্ষা নিয়ে দূর হবে পড়ুয়াদের মনে ভয়, জানুন কেন্দ্রের কর্মসূচি সম্পর্কে

Last Updated:

Central Government: ২৩ শে জানুয়ারি 'পরীক্ষা পে চর্চা' উপলক্ষে ছবি আঁকা প্রতিযোগিতাটি মোট নটি বিষয়ের উপর হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পড়ুয়াদের পরীক্ষা আতঙ্ক কাটাতে এ রাজ্যেও 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচি পালন করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আগামী ২৩ জানুয়ারি রাজ্যের ৩০টি KV এবং CBSE স্কুলে পালিত হবে 'পরীক্ষা পে চর্চা'। সারা দেশের পঞ্চাশ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেবে। মূলত ছবি আঁকা প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষা ভীতি দূর করার এই উদ্যোগে রাজ্যের স্কুলগুলির পড়ুয়ারাও অংশ নিতে পারবে।
পরীক্ষা। প্রতীকী ছবি
পরীক্ষা। প্রতীকী ছবি
advertisement

এই প্রচার অভিযানটি মূলত সচেতনতা তৈরি করতে সাহায্য করবে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তাদের মনের ভাব প্রকাশ করতে এবং চাপমুক্ত পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কর্মসূচির প্রথম উদ্যোগ নিয়েছিলেন ২০১৮ সালের ১৬ই ফেব্রুয়ারি।

দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা পে চর্চা হয়েছিল যথাক্রমে ২০২০ সালের ২৯ ও ২০ শে জানুয়ারি। পরীক্ষা পে চর্চার চতুর্থ সংস্করণ হয়েছিল গত বছর ৭ই এপ্রিল। ধীরে ধীরে করোনা মহামারীর প্রকোপ কমে যাওয়ার পর পরীক্ষা এবং স্কুল গুলি অফলাইন মোডে শুরু হয়। এবার পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে আগামী ২৩ শে জানুয়ারি।

advertisement

এই কর্মসূচিতেই আগামী ২৭ শে জানুয়ারি নিউ দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়াম প্রধানমন্ত্রী ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলবেন। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানটি যাতে রাজ্যেরও সমস্ত স্কুলে দেখানোর ব্যবস্থা হয় সে ব্যাপারে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে।

আরও পড়ুন, নজরে মেঘালয়, আজ থেকে ফের তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

advertisement

আরও পড়ুন, বঙ্গ বিজেপি'র কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বলেন, 'প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এটি এমন একটি কর্মসূচি, যা ছাত্র, অভিভাবক, শিক্ষক এবং সমাজকে একত্রিত করার জন্য একটি পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা। যেখানে প্রতিটি শিশুর নিজস্ব ব্যক্তিত্ব উদযাপন করা, উৎসাহিত করা এবং নিজেকে প্রকাশ করার অনুমতি দেওয়া হয়'। আগামী ২৩ শে জানুয়ারি 'পরীক্ষা পে চর্চা' উপলক্ষে ছবি আঁকা প্রতিযোগিতাটি মোট নটি বিষয়ের উপর হবে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Central Government: পরীক্ষা নিয়ে দূর হবে পড়ুয়াদের মনে ভয়, জানুন কেন্দ্রের কর্মসূচি সম্পর্কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল