Central Bank of India Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: করোনার গ্রাফ নামতেই বড় সিদ্ধান্ত এই রাজ্যের, খুলছে নার্সারি-প্লেস্কুল
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদনে ইচ্ছুক তাঁরা আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলদ্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification%20_OF_IT_SC_III_FY_2022_23.pdf জানতে পারেন।
আরও পড়ুন: প্রচুর সংখ্যক পদে নিয়োগ হবে এই বিশ্ববিদ্যালয়ে, আজই আবেদন করুন
Central Bank of India Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিনিয়র ম্যানেজার (ইনফরমেশন টেকনোলজি): ১৯ (জেনারেলের জন্য ১০, SC-র জন্য ২, ST-র জন্য ১, OBC-র জন্য ৫, EWS-এর জন্য ১)
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) |
পদের নাম: | সিনিয়র ম্যানেজার (ইনফরমেশন টেকনোলজি) |
শূন্যপদের সংখ্যা: | ১৯ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | স্থায়ী পদ |
নির্বাচন পদ্ধতি: | অনলাইন লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকার |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ০২.০৩.২০২২
Central Bank of India Recruitment 2022: বয়সসীমা
৩১ ডিসেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী সর্বাধিক ৩৫ বছর।
Central Bank of India Recruitment 2022: বেতনের গ্রেড এবং স্কেল
MMG SCALE III, Rs ৬৩,৮৪০-১,৯৯০(৫)- ৭৩,৭৯০-২,২২০(২)-৭৮,২৩০।
Central Bank of India Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
নির্বাচন অনলাইন লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে হবে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সতর্কতার সঙ্গে অনলাইন আবেদন পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।