দুই বছর আগে বরমের জেলায় সিবিএসই পরীক্ষায় দশম শ্রেণিতে শীর্ষস্থান অধিকারী নিধি জোশীর নাম এখন আবার উঠে এসেছে খবরের শিরোনামে। কারণ দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে জেলায় শীর্ষস্থান দখল করে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। নিধিই জেলার প্রথম মেয়ে, যিনি টানা দুটি বোর্ড পরীক্ষায় জেলায় শীর্ষস্থান অর্জন করেছেন।
আরও পড়ুন: ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসারে ভুগছেন সঞ্জয় দত্ত, কেমন আছেন ‘সঞ্জু বাবা’? বড় আপডেট দিলেন বোন প্রিয়া
advertisement
বরমেরে চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্রের ব্যবসা পরিচালনাকারী প্রেম জোশীর মেয়ে নিধি জোশী পরীক্ষার আগে ১২ ঘন্টা পড়াশোনা করতেন বলে জানা গিয়েছে। নিধি জীববিজ্ঞানে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর এবং রসায়নে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর পেয়েছে। নিধি ৯৮.২০ শতাংশ নম্বর পেয়েছেন। নিধির স্বপ্ন হল বড় হয়ে একজন ভাল প্রশাসক হওয়া এবং দেশের সবচেয়ে বড় পরীক্ষা, ইউপিএসসি উত্তীর্ণ হওয়া।
বাবার ‘ঝাঁসির রানি’ –
নিধির সাফল্যে তাঁর পরিবার এবং আত্মীয়স্বজনরা খুবই খুশি। সবাই নিধিকে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানিয়েছেন। নিধির সাফল্যের জন্য তাঁর স্কুল দ্য মডার্নের অধ্যক্ষ সহ বিভিন্ন কর্মী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। মডার্ন স্কুলের অধ্যক্ষ নবনীত পাঁচোরিও বলেছেন যে, নিধি জোশী ৯৮.২০ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগে জেলায় শীর্ষে রয়েছেন। নিধি তাঁর বাবা-মায়ের একমাত্র মেয়ে। মেয়ের কথায়, তিনি বাবার ঝাঁসির রানি!
আরও পড়ুন: ‘মৃত’ যুবক হঠাৎ বেঁচে উঠল, উঠতেই পুলিশের ধমক শুরু! গোটা শান্তিনিকেতনে বিরাট হইচই, কী ঘটনা জানেন?
১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনা –
লোকাল 18-এর সঙ্গে একান্ত আলাপচারিতায়, নিধি জোশী বলেন যে, তিনি দশম শ্রেণীতে ৯৭.২০ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীতে ৯৮.২০ শতাংশ নম্বর পেয়েছেন। তিনি বলেন যে, তাঁর লক্ষ্য সিভিল সার্ভিসে যোগদান করা। নিধির কথায়, তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেন এবং নিয়মিত ১০-১২ ঘন্টা একটানা পড়াশোনা করতেন।
বাবা রয়েছেন চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্রের ব্যবসায় –
নিধির মা ভানু কুমারি একজন গৃহবধূ এবং বাবা প্রেমচাঁদ জোশী চিকিৎসার সংক্রান্ত জিনিসপত্রের ব্যবসায় জড়িত। নিধি জীববিজ্ঞানে ১০০ নম্বর, রসায়নে ১০০ নম্বর, পদার্থবিদ্যায় ৯৫ নম্বর, শারীরিক শিক্ষায় ৯৯ নম্বর এবং ইংরেজিতে ৯৭ নম্বর পেয়েছেন। নিধি বলছেন, তিনি দ্বাদশ শ্রেণিতে ৯৮.২০ শতাংশ নম্বর পেয়েছেন। যদিও, সিবিএসই বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনও মেধা তালিকা প্রকাশ করে না।