সুযোগ পেয়েই সিবিএসই বোর্ডের পরীক্ষায় সুদে-আসলে নম্বর তুলেছে সৌমাদিত্য। সে জানিয়েছে, তাঁর প্রত্যাশা অনুযায়ী নম্বর পেয়েছে। তাঁর প্রাইভেট টিউটর না থাকলেও, সে একটি বেসরকারি কোচিং সেন্টারে সঙ্গে যুক্ত ছিল। স্কুলের শিক্ষকের পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষকরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এই সাফল্য সে মা-বাবা এবং শিক্ষকদের উৎসর্গ করতে চায়। পড়াশোনার নির্দিষ্ট কোনও সময় ছিল না তার কাছে। যখনই ভাল লাগতো সে বই খাতা নিয়ে বসে পড়ত।
advertisement
ভবিষ্যতে সৌমাদিত্য’ র আইআইটিতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা। সে জানায়, পাঠ্য বই ছাড়াও গল্পের বই পড়তে ভালোবাসে। ছেলের এই সাফল্যে মা শর্মিষ্ঠা চন্দ্র জানিয়েছেন তিনি খুব খুশি। ছেলের পছন্দের খাবার ভাত ডালের সঙ্গে আলু ভাজা! তাই এই খুশির দিনে একটু বেশি আলু ভাজা করেছেন। ছেলে যা ভালবাসে, সেই নিয়েই পড়াশোনা করুক তিনি মনে প্রাণে চান। কোনও কিছু জোর করে চাপিয়ে দিতে চান না। সৌমাদিত্যের বাবা উত্তরবঙ্গের চা বাগানের ম্যানেজার। গোটা পরিবার এখন অপেক্ষা করছেন গৃহকর্তা কবে বাড়ি ফেরেন। তখন জমিয়ে পার্টি হবে।
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের বাণিজ্য বিভাগের ছাত্র অরণ্য হালদার ৯৯ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এই স্কুলেরই ইপ্সা রায় সিবিএসই দশমের পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়েছে। একই নম্বর পেয়েছে সাউথ পয়েন্টের কৃতিকা গুহ-ও। সল্টলেকের ভারতীয় বিদ্য়া ভবনের কলাবিভাগের ছাত্রী অক্ষিতা গুপ্তা। সিবিএসই দ্বাদশে তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.৮ শতাংশ।
আরও পড়ুন: বড় খবর, আগামিকাল ICSE ও ISC দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ! কীভাবে দেখবেন জেনে নিন
বিড়লা হাইসকুলের হর্ষিত কেডিয়া জানিয়েছেন, প্রাইভেট টিউটর ছাড়াই ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছেন। একই নম্বর পেয়েছেন, লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির বিজ্ঞান বিভাগের ছাত্র মেঘল জৈন ও কুশা শ্রীবাস্তব। ওই স্কুলেরই কলা বিভাগের পড়ুয়া অনিকেত চক্রবর্তীও সিবিএসই দ্বাদশের পরীক্ষায় ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছেন। প্রত্যেকবারের মতো সিবিএসই-তে ভাল ফল করেছে সাউথ পয়েন্ট স্কুল। বিজ্ঞান বিভাগে ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছেন সৌম্যাদিত্য চন্দ্র। কলা বিভাগের পড়ুয়া অনিশা ভট্টাচার্যর প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশ।






