তবে, শুধু অঙ্ক নয়, প্রতিটি বিষয়েই দিয়ার নম্বর নজরকাড়া৷ ইংরেজিতে দিয়ার প্রাপ্ত নম্বর ৯৪, হিন্দিতে ৯৫, গণিতে ১০০, বিজ্ঞানে ৯৯, সামাজিক বিজ্ঞানে ৯৯ এবং তথ্য প্রযুক্তিতে ৮৮৷ তবে, বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে অঙ্ক মানেই ত্রাস৷ সেই অঙ্কে ১০০ তে ১০০ পেয়েছে দশম শ্রেণির এই কৃতি ছাত্রী৷ তার সাফল্যে খুশি পরিবার থেকে স্কুল কতৃপক্ষ সকলেই৷
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
বিহারের মধেপুরা জেলার হোলি ক্রস স্কুলের দশম শ্রেনির ছাত্রী দিয়া৷ স্কুলের ফলাফল অনুসারে দিয়াই সেরার স্থানে৷ শুধুমাত্র স্কুলে নয়, নিজের জেলাতেও সেরার স্থানে দিয়ার ফলাফল৷ সিবিএসই বোর্ডের ঘোষিত ফলাফল অনুযায়ী সমস্ত বিষয় মিলিয়ে মোট ৯৭.৫ শতাংশ নম্বর পেয়েছে সে।
কিন্তু এমন নজরকাড়া সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? কোনও একজন ব্যক্তি নয়, দিয়া তাঁর সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে৷ তাঁর কথায়, ‘‘সবাই আমাকে কিছু না কিছু শিখিয়েছে, সবার শেখানো বিষয়গুলোকে কাজে লাগিয়েই কঠোর পরিশ্রম করেছি। তারই ফলস্বরূপ আজ জেলায় টপার হতে পেরেছি৷’’
আরও পড়ুন: প্রকাশিত হবে ISC দ্বাদশ শ্রেণির ফলাফল! ওয়েবসাইট থেকে SMS, জেনে নিন ফলাফল দেখার সব পন্থা
প্রতিটি বিষয়েই অসাধারণ নম্বর পেয়েছেন দিয়া৷ তবে, তাঁর ভাললাগার বিষয় বিজ্ঞান৷ ভবিষ্যতেও বিজ্ঞান নিয়েই এগোতে চান তিনি৷ দিয়ার বাবা গোপাল কুমার পেশায় শিক্ষক, এবং মা পিঙ্কি কুমারী গৃহিণী৷