TRENDING:

CBSE Class 12 Result 2023: সিবিএসই দ্বাদশের ফলাফল প্রকাশিত, কমল পাশের হার! রেজাল্ট জানুন

Last Updated:

CBSE Class 12 Result 2023: এ বছর বোর্ডের তরফে কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সিবিএসই বোর্ডের এ বছরের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে রেজাল্ট ঘোষণা করা হয়েছে। সমস্ত পরীক্ষার্থীরা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট cbse.nic.in-এ গিয়ে রেজাল্ট দেখতে পারবেন। গত বছরের তুলনায় এবার পাশের হার অনেকটাই কমেছে। তবে মেয়েদের সাফল্যের হার বেশি। ছেলেদের তুলনায় মেয়েরা ৬.০১ শতাংশ বেশি ভাল ফল করেছে।
সিবিএসই দ্বাদশের ফলাফল প্রকাশিত
সিবিএসই দ্বাদশের ফলাফল প্রকাশিত
advertisement

গত বছর ৯১.২৫ শতাংশ পাশের হার ছিল ছেলেদের, এ বছর সেটি হয়েছে ৮৪.৬৭ শতাংশ। মেয়েদের পাশের হার গত বছর ছিল ৯৪ শতাংশ, এ বছরে তা কমে দাঁড়িয়েছে ৯০.৬৮ শতাংশ। এরই সঙ্গে পরের বছর কবে সিবিএসই দ্বাদশের পরীক্ষা হবে তারও দিন জানানো হয়েছে। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা।

Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023

advertisement

আরও পড়ুন: ICSE এবং ISC-র ফলাফল কবে? বিরাট আপডেট পরীক্ষার্থীদের জন্য, জানুন

এ বছর বোর্ডের তরফে কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে। কোনওরকম অস্বাস্থ্যকর প্রতিযোগিতাকে এড়িয়ে যেতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এরই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের ভাগও এবার জানানো হবে না। শিক্ষার্থীরা তাদের নিজের রেজাল্ট দেখতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট – cbse.gov.in এবং results.cbse.nic.in-এ লগ ইন করতে পারেন।

advertisement

আরও পড়ুন: কবে হবে UPSC-পরীক্ষা? প্রকাশ্যে এল ক্যালেন্ডার, ভবিষ্যতের IAS, IPS অফিসাররা এখনই দেখুন

CBSE ক্লাস 12 বোর্ডের ফলাফল 2023: কীভাবে ফলাফল দেখবেন

স্টেপ ১: CBSE দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২৩ দেখতে, ছাত্রছাত্রীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, results.cbse.nic.in

স্টেপ ২: CBSE ফলাফল ২০২৩ পেজে থাকা ‘CBSE 12th result 2023 – DECLARED’ বা ‘CBSE 12th result 2023 – DECLARED’ লিঙ্কে ক্লিক করুন।

advertisement

স্টেপ ৩: তারপরে, সঠিক জায়গায় CBSE রোল নম্বর, জন্ম তারিখ এবং স্কুল নম্বরের মতো প্রয়োজনীয় বিবরণগুলি পূরণ করতে হবে।

স্টেপ ৪: অবশেষে, ‘জমা দিন’ (Submit) বোতামে ক্লিক করতে হবে, এবং CBSE দশম শ্রেণির ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।

স্টেপ ৫: প্রার্থীরা ভবিষ্যতের জন্য তাদের রেজাল্ট ডাউনলোড এবং প্রিন্ট করে রাখতে পারে।

advertisement

আরো পড়ুন : সিবিএসই ক্লাস 12 তম ফলাফল 2023

CBSE Board 2023 Results: সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা, ২০২৪-এর পরীক্ষার দিন জানাল বোর্ড

CBSE 10th Result 2023 Out: সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশিত, এক ক্লিকেই দেখে নিন রেজাল্ট

বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Class 12 Result 2023: সিবিএসই দ্বাদশের ফলাফল প্রকাশিত, কমল পাশের হার! রেজাল্ট জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল