১) ব্লকচেইন ডেভেলপার- এটি একধরনের সফটওয়্যার ডেভেলপার যা ব্লকচেইন প্রযুক্তির সঙ্গে কাজ করে। এটি এমন একধরনের ডেটা স্টোরেজ যা জনগণ ব্যবহার করতে পারে। C++, Java, Python এর মতো সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন।
২) ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট- আজকের দিনে এই পেশার রমরমা শিখরে। যে কোনও পরিষেবা বা পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে এর বিরাট ভূমিকা।
advertisement
৩) লিড জেনারেশন স্পেশালিস্ট- সেলস ও মার্কেটিং এই দুই পেশার সংমিশ্রণ হল এই পেশা। স্পেশালিস্টকে চিনতে হবে কে উপযুক্ত ক্লায়েন্ট। এর জন্যও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেট রিসার্চ, বিজনেস ডেভেলপমেন্ট এর মতো স্কিল প্রয়োজন।
৪)ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার- ক্লায়েন্ট ও সার্ভার দুই দিকের সফটওয়্যারের উপরেই এটি কাজ করে। এর জন্য প্রয়োজন জাভা স্ক্রিপ্ট,বেসিক ডিজাইন এবিলিটির মতো স্কিল জানা।
আরও পড়ুন- অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম! শিক্ষার বাইরেও এবার সাহায্য মিলবে শিক্ষার্থীদের
৫) কাস্টমার সাকসেস স্পেশালিস্ট- এই পেশাও ভবিষ্যতে বড় আকার নেবে। এর জন্য যে বিষয়গুলির উপর দক্ষতা প্রয়োজন সেগুলি হল টিম ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইত্যাদি।
৬)সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট- সফটওয়্যার সিস্টেম, নেটওয়ার্ক ও ডেটা সেন্টার যখন ডেভেলপ হয় তখন এই স্পেশালিস্টের দায়িত্ব হল নিরাপত্তা দেওয়া। এর যে বিষয়গুলি জানা প্রয়োজন সেগুলি হল নেটওয়ার্ক সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি।
আরও পড়ুন- ইন্ডিয়ান ব্যাঙ্কে প্রচুর পদে নিয়োগ! মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরি
৭) জাভাস্ক্রিপ্ট ডেভেলপার- এর জন্য অটোমেশান, বিল্ডিং টুলস, জাভা স্ক্রিপ্ট,CSS Preprocessing, Mongo DB এগুলি জানা প্রয়োজন।
৮) রোবোটিক্স ইঞ্জিনিয়ার- এঁদের কাজ হল এমন কিছু রোবোট ডিজাইন ও পরীক্ষা করা যেগুলি ব্যবহার করা নিরাপদ এবং আর্থিক দিক থেকেও ব্যবহারের যোগ্য।
৯) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট- এটি ভবিষ্যতে বিরাট জায়গায় পৌঁছতে চলেছে। পাইথন, মেশিন লার্নিং, ইত্যাদি স্কিল জানা প্রয়োজন।