Online Learning: অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম! শিক্ষার বাইরেও এবার সাহায্য মিলবে শিক্ষার্থীদের
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কেরিয়ার ডোজ (Career Dose) হল এমনই এক স্টুডেন্ট পোর্টফ্লিও ম্যানেজমেন্ট কোম্পানি, যা শিক্ষার্থীদের সঠিকভাবে জীবনের দিশা নির্দেশনায় সাহায্য করে।
#কলকাতা: স্কুলে পড়াকালীন একটি শিশুর কেরিয়ার নির্দেশিকা নিয়ে নিশ্চিত হতে নিঃসন্দেহে এমন পরামর্শ দরকার যা বাস্তব সম্মত। কেরিয়ার ডোজ (Career Dose) হল এমনই এক স্টুডেন্ট পোর্টফ্লিও ম্যানেজমেন্ট কোম্পানি, যা শিক্ষার্থীদের সঠিকভাবে জীবনের দিশা নির্দেশনায় সাহায্য করে।
স্টুডেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাধারণত সঠিক শিক্ষা, স্ট্রিম নির্বাচনের সঠিক নির্দেশিকা, দক্ষতার সঙ্গে কেরিয়ার ম্যাপিং, শিক্ষার্থীদের ব্যক্তিগত লক্ষ্য খোঁজা, পিতামাতার সম্পদের মূল্যায়ন করা এবং সর্বোপরি তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে অবহিত থেকে সঠিক কলেজ/বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে সহায়তা করে। জেনে নেওয়া যাক কীভাবে কেরিয়ার ডোজ এই সব দিক থেকে সহায়তা করে থাকে।
advertisement
advertisement
মধ্য, উচ্চ ও মাধ্যমিক স্তরের জন্য সঠিক ও মানসম্মত শিক্ষা
কেরিয়ার ডোজ হল একটি অনলাইন টিউটোরিয়াল প্ল্যাটফর্ম যা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক কোচিংয়ের সুযোগ দেয়। প্রত্যেকটি ক্লাস ঐতিহ্যগত এবং আধুনিক শিক্ষাদানের এমন মিশ্রণে তৈরি যা উচ্চ স্তরের জ্ঞানলাভ এবং তার ব্যবহারে সহায়তা করে। লাইভ লেকচার এবং ১ মিনিটের শর্টস কেরিয়ার ওরিয়েন্টেড ভিডিওগুলি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
স্ট্রিম নির্বাচন সম্পর্কে সঠিক নির্দেশিকা
শিক্ষার্থীদের ভবিষ্যত কী হতে চলেছে তা নিয়ে সব অভিভাবকেরাই কম-বেশি চিন্তিত। শিক্ষার্থী, স্কুল বা স্ট্রিম নির্বিশেষে দশম বা দ্বাদশ শ্রেণির পরে কী করতে হবে তা নিয়ে শিক্ষার্থীদের সঠিক নির্দেশিকা দেয় এই প্ল্যাটফর্ম।
উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতাংশের ভিত্তিতে বিজ্ঞান, বাণিজ্য এবং কলার মধ্যে ঠিক কোনটি বেছে নিলে তারা ভবিষ্যতে লাভবান হবে সেটি সম্পর্কে পরিষ্কার ধারণা গঠনে কেরিয়ার ডোজ অপরিহার্য।
advertisement
স্কিলের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক কেরিয়ার নির্বাচন করা
আজকের দক্ষতাভিত্তিক চাহিদার জগতে যারা বাস করছি তাদের আগামীকালের জন্য প্রস্তুত হতে হবে। পরবর্তী দশ বছর এবং তার পরেও স্কিলের চাহিদা কিন্তু ক্রমাগত বেড়েই যাবে। তার জন্য নিজেদেরকে তৈরি করা প্রয়োজন। বর্তমান চাকরির বাজার বিবেচনা করে তাই এই প্ল্যাটফর্ম সম্পূর্ণ আধুনিকীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে দেয়।
advertisement
প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সঠিক কলেজ নির্বাচন
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা, কম আসন এই সবের মধ্যে যুঝতে হয় শিক্ষার্থীদের। দুর্ভাগ্যবশত, ভারতের বেশিরভাগ শিশু ইঁদুর দৌড়ে ঝাঁপিয়ে পড়ে বাধ্যতামূলক যে কোনও পরীক্ষায় অংশ নিয়ে নেয়। এতে আখেরে শিক্ষার্থীদের জ্ঞানের অপচয় ছাড়া আর কিছু হয় না। এক্ষেত্রে এই কেরিয়ার প্ল্যাটফর্ম সঠিক শিক্ষার্থীদের জন্য সঠিক শাখা নির্বাচন ও সঠিক কলেজ বা প্রতিষ্ঠান নির্বাচনে সহায়ক ভূমিকা নেয়।
view commentsLocation :
First Published :
February 26, 2022 5:57 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Online Learning: অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম! শিক্ষার বাইরেও এবার সাহায্য মিলবে শিক্ষার্থীদের