জানা গিয়েছে যে এই পুরো কোর্সটির পরিচালনার দায়িত্বে রয়েছেন, গ্লোবাল ডাটা অ্যানালিস্টিক কন্সালটেন্ট, এডুকেটর, কোয়ান্ট ট্রেডার এবং পোর্টফোলিও ম্যানেজার ড. আনন্দ জয়রামন (Dr Anand Jayaraman)।
ট্যালেন্টস্প্রিন্টের তরফে দাবি করা হয়, এই পুরো প্রোগ্রামটিই হবে কেস-স্টাডি ভিত্তিক; এক্ষেত্রে শীর্ষস্থানীয় বিভিন্ন শিক্ষাবিদ এবং ব্যবসায়ীরা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।
প্রথম দলটির জন্য প্রশিক্ষণ শুরু হবে ২০২১ সালের অগস্ট মাসে। আগ্রহী প্রার্থীরা nse.talentsprint.com-এ গিয়ে আবেদন জানাতে পারেন। কোর্স ফি ৩ লক্ষ টাকা। তবে শিক্ষার্থীরা ৩০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন। এই পাঠ্যক্রমটিতে অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ ভিত্তিক কেস-স্টাডির উপর বেশি করে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ পরামর্শদাতার সহায়তায় শীর্ষস্থানীয় বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলিতে নিজেদের অর্জিত শিক্ষাও প্রয়োগ করতে পারেন।
advertisement
একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে এডটেক (edtech ) জানিয়েছে, "আর্থিক বাজারে AI প্রযুক্তি গ্রহণের মূল বাধাগুলির মধ্যে অন্যতম হল দক্ষ মেধার অভাব।” সেই অভাব যাতে দূর হয়, সেই লক্ষ্যেই পদক্ষেপ করতে চলেছে এই বিশেষ কোর্স।
MD & CEO, NSE বিক্রম লিমায় (Vikram Limaye) বলেন, "আমাদের উদ্দেশ্য হল নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক শিক্ষার মাধ্যমে ভারতের আর্থিক বাজারের বৃদ্ধিকে ত্বরান্বিত করা এবং ট্যালেন্টসপ্রিন্টের সঙ্গে অংশীদারিত্ব আমাদের এই উদ্দেশ্য পূরণে সহায়তা করবে।”
