TRENDING:

গ্রামে যেতে নারাজ, সরকারি চাকরি পেয়েও নিলেন না বহু হবু শিক্ষক

Last Updated:

পর্ষদ সূত্রে খবর, কাউন্সিলিংয়ের জন্য ৯ হাজার জন হবু শিক্ষককে ডাকা হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সরকার কড়া মনোভাব নিয়েছিল৷ কিন্তু গ্রামে যেতে হবে বলে সরকারি স্কুল শিক্ষকতার চাকরিতেই যোগ দিতে রাজি হলেন না বহু হবু শিক্ষক৷ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শেষে মিলল এমনই চাঞ্চল্যকর তথ্য।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

চিকিৎসকদের একাংশের মতোই যে অনেক শিক্ষকই গ্রামে যেতে চাইছেন না, তা আগেই জানা গিয়েছিল৷ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ে ৬৫ জন হবু শিক্ষক গ্রামে যাবেন না বলে চাকরিতেই যোগ দিলেন না৷

আরও পড়ুন: একদিন কেন অফিস কামাই, অস্থায়ী কর্মীকে বাঁশ পেটা সরকারি কর্তা! মালদহে মারাত্মক অভিযোগ

পর্ষদ সূত্রে খবর, কাউন্সিলিংয়ের জন্য ৯ হাজার জন হবু শিক্ষককে ডাকা হয়েছিল৷ তাঁদের মধ্যে ৬৫ জনই গ্রামে যাবেন না বলে চাকরিতে যোগ দেননি৷ শুধু তাই নয়, কাউন্সিলিংয়ে অংশই নেননি লিখিত এবং ইন্টারভিউয়ে সফল প্রায় ১ হাজার হবু শিক্ষক৷ সবমিলিয়ে প্রায় ১২ শতাংশ হবু শিক্ষক উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে চাকরি নিল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তবে এত জন অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যান করায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কাউন্সিলিংয়ে ডাক পাবেন৷ আজই শেষ হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
গ্রামে যেতে নারাজ, সরকারি চাকরি পেয়েও নিলেন না বহু হবু শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল