হোস্টেলের চাঙর ভেঙে পড়ার পর থেকেই হোস্টেলের সুরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে। বিশ্ববিদ্যালয় হোস্টেল গুলিতে কি সংস্কারের অভাব রয়েছে? হোস্টেল গুলিতে নিয়মিত নজরদারি হয়? এমন একাধিক বিষয়ে জানতে চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে রিপোর্ট চাই উচ্চশিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের চাঙর পড়ে যাওয়ার ঘটনার পর কী পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ? তাও জানতে চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: শুক্রের গোচরে তৈরি হবে শুভ মালব্য যোগ! জুনের শেষ সপ্তাহ থেকেই ৩ রাশির কপালে টাকার বৃষ্টি
সূত্রের খবর, হোস্টেল থেকে হঠাত্ই মাঝরাতে ভেসে আসে ছাত্রছাত্রীদের আতঙ্কের চিত্কার। হেদুয়ার এই গার্লস হোস্টেলে চাঙর ভেঙে পড়েই অভিযোগ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব ছিল—সেই দুরবস্থারই মূর্তপ্রতীক হয়ে এবার বিপদ নেমে এল ছাত্রীর মাথার উপর। রাতেই তড়িঘড়ি ৭৫ জন ছাত্রীকে সরিয়ে ফাঁকা করে দেওয়া হয় হোস্টেলটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আপৎকালীন ভিত্তিতে ছাত্রীদের থাকার জন্য অন্যান্য হোস্টেল ও গেস্ট হাউসে জায়গা করে দেওয়া হচ্ছে।
