TRENDING:

Calcutta University: যাদবপুরের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়, হস্টেলে-হস্টেলে খোঁজ 'ওঁদের'! থাকছে আইনি হুঁশিয়ারিও

Last Updated:

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে হস্টেলে র‍্যাগিং আটকাতে তৎপর। বিরাট হুঁশিয়ারিও জারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একাধিক হস্টেলে এখনও থাকছেন প্রাক্তনীরা। মারাত্মক অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাক্তনীদের খুঁজে পেতে মরিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়। কোন কোন হস্টেলে প্রাক্তনীরা রয়েছেন তার তালিকা হস্টেল সুপারদের দিতে বলল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়গুলির হস্টেল প্রাক্তনীদের অবিলম্বে ছাড়তে হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়
advertisement

হস্টেল সুপারদের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হস্টেল না ছাড়লে আইনানুগ পদক্ষেপ করা হবে। কড়া হুঁশিয়ারি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে হস্টেলে র‍্যাগিং আটকাতে তৎপর। বিশ্ববিদ্যালয় কোনও বহিরাগত এবং প্রাক্তনী কোনও ভাবেই হস্টেল থাকতে পারবেন না। এই মর্মে গত ১৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের তরফে আটটিরও বেশি হস্টেলে এই নির্দেশিকা দেওয়া হয়েছিল।

advertisement

আরও পড়ুন: তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, কাল থেকে বিপদ বাড়ানো বদল আবহাওয়ার! জানুন

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত খতিয়ে দেখছে এখনও পর্যন্ত কত সংখ্যক প্রাক্তনী হস্টেলগুলিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় নজরে এসেছে অনেকের হস্টেলে থাকার মেয়াদ শেষ হয়ে গেলেও অনেকেই সেখানেই থাকছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী হস্টেলের মেয়াদ শেষ হয়ে গেলে কোনও ভাবেই তাঁরা হস্টেলের খাওয়া-দাওয়া পাবেন না।

advertisement

আরও পড়ুন: বিক্রমকে চাঁদের বুকে পালকের মতো নামানোর থ্রাস্টার তৈরি করেছেন রানিগঞ্জের ছেলে, প্রথম চাকরি ইসরোতে

কিন্তু এটাও নজরে এসেছিল অনেকেই সেই সুবিধা পাচ্ছিলেন। শেষমেশ কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করে নির্দেশিকা দিয়েছে প্রাক্তনীদের অবিলম্বে ছাড়তে হবে হস্টেল। পাশাপাশি হস্টেলগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের। রেজিস্টার বুক মেনটেন করে যাতে হস্টেলে যাতায়াত হয় ভিজিটরদের ক্ষেত্রে, সে বিষয়েও আরও সতর্ক থাকতে বলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Calcutta University: যাদবপুরের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়, হস্টেলে-হস্টেলে খোঁজ 'ওঁদের'! থাকছে আইনি হুঁশিয়ারিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল