নিজেদের সিদ্ধান্তের কথা রাজ্য সরকারকে জানিয়েও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ শুধু তাই নয়, টিএমসিপি-র সমাবেশের দিন যাতে রাস্তায় পর্যাপ্ত যানবাহন থাকে এবং ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে যেতে অসুবিধা না হয়, তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
গত সপ্তাহেই জানা গিয়েছিল, ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থাকায় ওই দিনের পূর্ব নির্ধারিত স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য উচ্চশিক্ষা দফতর অনুরোধ করে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে৷ এ বিষয়ে আলোচনার জন্যই সোমবার সিন্ডিকেট বৈঠক ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
advertisement
আরও পড়ুন: রেগে আগুন কল্যাণ, পদ ছাড়ার পরই অভিষেকের সঙ্গে কী কথা হল? ফাঁস করলেন শ্রীরামপুরের সাংসদ
সিন্ডিকেট বৈঠকে কোনও ভাবেই টিএমসিপি-র সমাবেশের জন্য পরীক্ষা পিছনো হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়৷ রাজনৈতিক সমাবেশের জন্য যেভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উচ্চ শিক্ষা দফতর থেকে অনুরোধ করা হয়েছে, তা বেনজির বলেও এ দিন মন্তব্য করেছেন উপাচার্য শান্তা দত্ত৷
তিনি বলেন, ‘তিরিশ হাজার পড়ুয়া পরীক্ষায় বসবে৷ তিরিশ হাজার পড়ুয়াই তো টিএমসিপি-র সদস্য নয়৷ যাঁরা টিএমসিপি নয়, পরীক্ষা পিছিয়ে দিলে তো তাঁদের সঙ্গে অন্যায় করা হবে৷ আমরা স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের ধারা বহন করছি৷ সেখান থেকে আমরা সরে আসতে পারি না৷’
উপাচার্য আরও বলেন, ‘আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি৷ আরও একটা অনুরোধও আমরা রাজ্য সরকারকে করেছি৷ বিরোধীদের ডাকা বনধের দিন সরকার জনজীবন স্বাভাবিক থাকে, বাস-গাড়ি চলাচল করে৷ আমাদেরও বিশ্ববিদ্যালয়ে আসতে কোনও সমস্যা হয় না৷ এটাই তো সরকারের দায়িত্ব৷ সরকার তো রাজধর্মই পালন করবে৷ আমরা অনুরোধ করেছি, ২৮ তারিখও যেন একই ভাবে রাস্তায় বাস-গাড়ি থাকে৷ যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয়৷’