Abhishek Banerjee Kalyan Banerjee: রেগে আগুন কল্যাণ, পদ ছাড়ার পরই অভিষেকের সঙ্গে কী কথা হল? ফাঁস করলেন শ্রীরামপুরের সাংসদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
এ দিন লোকসভার মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দিয়েই দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন কল্যাণ৷
লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ এ দিনই অভিষেকের নাম লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পরই মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ৷ অভিষেক তাঁকে দলের মুখ্যসচেতক হিসেবেই তিন-চার দিন কাজ চালানোর অনুরোধ করেছেন বলেও জানান কল্যাণ৷
কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফোনে অভিষেক তাঁকে জানিয়েছেন তিন ৭ অগাস্ট দিল্লিতে আসবেন৷ তখন তিনি কল্যাণের সঙ্গে দেখা করে তাঁর সমস্ত ক্ষোভ বিক্ষোভের কথা শোনার আশ্বাসও দিয়েছেন লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা৷
এ দিন লোকসভার মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দিয়েই দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন কল্যাণ৷ তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তাঁর ভূমিকা নিয়ে আঙুল তোলাতেই তিনি পদ ছেড়েছেন৷ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দল পদক্ষেপ না করাতেও তিনি যে হতাশ, তাও স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ৷
advertisement
advertisement
শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘মমতাদি অভিযোগ করেছেন লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না, ফলে আঙুল তো আমার দিকে তোলা হচ্ছে৷ তাই আমি ছেড়ে দিলাম৷ শুধু তাই নয়, কল্যাণ অভিযোগের সুরে আরও বলেন, দিদি বলছেন ঝগড়া করছে৷ যাঁরা আমাকে গালাগাল দেয় আমি কি সহ্য করব? দলকে জানিয়েছি, দল আমাকেই উল্টে দায়ী করছে৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 6:18 PM IST