"বকেয়া না মেটালে স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না" -এই মর্মে নোটিশ দেয় স্কুল। সেই নোটিশ খারিজ আদালতের। আদালত জানিয়েছে আগামিকাল থেকেই সব পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিতে হবে। বকেয়া সংক্রান্ত বিষয় বিবেচনা করবে বিশেষ যুগ্ম আধিকারিক। আগামী ৬ জুনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে আদালতে।
advertisement
আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশি সাহায্য নিতে পারবেন বিশেষ যুগ্ম আধিকারিক। আদালতে সব নির্দেশ সব বেসরকারি স্কুলের নোটিশ বোর্ডে ঝোলাতে হবে। সব পক্ষের সব অভিযোগ বিশেষ যুগ্ম আধিকারিকদের জানাতে হবে।
প্রসঙ্গত, এর আগেও আদালতের তরফে বেসরকারি স্কুলগুলিকে (Private Schools) একই নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে কথা মানেনি স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় পড়ুয়াদের। নোটিশ দেওয়া হয়। বলা হয়, ‘ফি না দিলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না।’
আরও পড়ুন : স্নান করতে হবে না! শুধু শরীরের এই ৩ অংশ প্রতিদিন পরিষ্কার করতে ভুলেও ভুলবেন না!
এমনকী আইনশৃঙ্খলার দোহাই দিয়ে কলকাতার ৫ বেসরকারি স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এবার সেই নোটিস প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত।পাশাপাশি, ১৪৫টি বেসরকারি স্কুলের বকেয়া ফি নিয়ে দ্বন্দ্ব মেটাতে স্পেশ্যাল অফিসার নিয়োগ করেছিল আদালত। আগামী ৬ জুনের মধ্যে সেই রিপোর্ট জমা করার নির্দেশ দিলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।