BPSC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
BPSC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১০৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: বিহার পাবলিক সার্ভিস কমিশন (Bihar Public Service Commission)
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার |
শূন্যপদের সংখ্যা | ১০৭ |
কাজের স্থান | বিহার |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২০.০৪.২০২২ |
BPSC Recruitment 2022: বয়সসীমা
২১ থেকে ৩৭ বছর বয়সী প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করার জন্য উপযুক্ত। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সে কিছুটা ছাড় রয়েছে।
BPSC Recruitment 2022: আবেদন ফি
অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি ৭৫০ টাকা, আর সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি ২০০ টাকা। OBC/PwD/EWS ক্যাটাগরির জন্য ২০০ টাকা , শারীরিকভাবে প্রতিবন্ধী বা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদনের ফি-ও ২০০ টাকা।
BPSC Recruitment 2022: পরীক্ষার প্যাটার্ন
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, পরীক্ষায় ১২৫টি প্রশ্ন থাকবে এবং ১০০ নম্বর থাকবে। পরীক্ষার সময়কাল হবে ২ ঘন্টা। প্ল্যানিং, রিমোট সেন্সিং এবং শহুরে এবং রিজিওনাল স্টাডিজ জিআইএসের মতো বিষয় থেকে প্রশ্ন থাকবে।
BPSC Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই, রিমোট সেন্সিং এবং জিআইএসে ব্যাচেলর অফ প্ল্যানিং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করতে হবে। আরবান অ্যান্ড রিজিওনাল স্টাডিজে স্পেশালাইজেশন) প্ল্যানিং/ টাউন প্ল্যানিং/ রিজিওনাল প্ল্যানিং/ আরবান প্ল্যানিং/ সিটি প্ল্যানিং/কান্ট্রি প্ল্যানিং-এ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।