পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে ভয় ভীতি৷ বিশেষত বোর্ডের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মানসিক চাপ অনেকখানি বেড়ে যায়৷ এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এবার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি বা CBSE।
আরও পড়ুন: সংসারের হাল ধরতে ওয়েটারের কাজ! ৬ বার ব্যর্থতার পর আইএএস অফিসার হন কারখানার মজুরের এই সন্তান
advertisement
সম্প্রতি ছাত্রছাত্রীদের বার্ষিক সাইকোলজিক্যাল কাউন্সেলিং সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় বোর্ড। সেখানে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কাউন্সেলিং চলবে বলে জানিয়ে দিয়েছে CBSE। ১ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, তিনটি পদ্ধতির মাধ্যমে পড়ুয়াদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা হবে। এর মধ্যে প্রথমটি হল ২৪ ঘণ্টার জন্য সপ্তাহের সাত দিন ইন্টার্যাক্টিভ ভয়েস রেসপন্সিভ সিস্টেম চালু রাখা হবে। নিখরচায় এই পরিষেবার সুবিধা পাবে ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য পড়ুয়াদের সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করেছে CBSE। এই পরিষেবার জন্য কোনও খরচ করতে হবে না পড়ুয়াদের৷
পাশাপাশি পড়ুয়াদের সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করেছে CBSE। সেইসঙ্গে ইন্টারনেটের নেশা থেকে বেরিয়ে আসা, হতাশা ও ব্য়র্থতা কাটিয়ে ওঠার উপদেশও দেওয়া হবে। এই টোন ফ্রি নম্বরটিতে পড়ুয়াদের অভিভাবকরাও ফোন করতে পারবেন৷
পড়ুয়াদের সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের দ্বিতীয় পদ্ধতি হল পডকাস্ট৷ পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয়ে কী সমস্যা হচ্ছে তা এই পডকাস্টের মাধ্যমে জানাতে পারবেন পড়ুয়ারা৷
তৃতীয় পদ্ধতি হিসেবে থাকছে টেলি কাউন্সেলিংয়ের ব্যবস্থাও৷ সপ্তাহে ছ’দিন অর্থাৎ সোম থেকে শনি পর্যন্ত চলবে এই টেলি কাউন্সেলিং। এখানে পরীক্ষা ও পড়াশোনা সংক্রান্ত আলোচনা করতে পারবেন পড়ুয়া ও অভিভাবকরা। আলোচনা শুরু হবে সকাল ৯টায়৷