সিউড়ি করিধ্যা বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা সাহা ১৯৯৯ সালে এসএসসির মাধ্যমে শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন। সেই সময়ই এসএসসি পরীক্ষায় প্রথম ২০ জনের মধ্যে তিনি একজন ছিলেন। তাঁর ছেলেবেলা কেটেছে বীরভূমের দুবরাজপুরে।
শিক্ষকতার পাশাপাশি তিনি যেমন শিল্পী, সঞ্চালক তেমনই বিভিন্ন সাহিত্য উৎসবেও অংশ নেন তিনি। সুজাতা সাহা দাস বলেন, ‘‘এই সম্মান পেয়ে সত্যিই আমি খুব খুশি। আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকশিক্ষিকাদের খুব ভাল সম্পর্ক। আমরা যদি শিক্ষার্থীদের ভাল বন্ধুই না হয়ে উঠতে পারি তবে ভাল শিক্ষক হব কেমন করে! আমি শিক্ষাকতার পাশাপাশি সঞ্চালনাও করি। রাজ্য স্তরেও সঞ্চালনা করেছি। আমি যেই স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্বে আছি সেটি সিউড়ির করিধ্যায়। একটু গ্রামের দিকে বলে বেশ অনেক কিছুই আমাদের স্কুলে নেই। জেলা শাসকের কাছে আবেদনও জানিয়েছি। এছাড়া এর আগেও আমি অনেক সম্মাননা পেয়েছি । তবে রাজ্য সরকারের শিক্ষারত্ন পাওয়ায় বেশ গর্ব হচ্ছে।’’
advertisement
আরও পড়ুন: শিকড়ের টানে ফের বাংলা ছবিতে শর্মিলা, এবার সারথি ঋতুপর্ণা-ইন্দ্রনীল, শহরে তারকাদের মেলা
আগামী দিনে ছাত্রছাত্রীদের শিক্ষা দানে বিশেষ ভুমিকা নেবেন সুজাতা সাহা দাস। তাঁর স্বামী দেবদাস সাহাও একজন শিক্ষক। বর্তমানে সিউড়ির ৪ নম্বর ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর। সব সময় স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন দেবদাস সাহা। আজ তারও গর্বের দিন।