BHEL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। তবে প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীরা আবেদনের জন্য অতিরিক্ত দুই দিন সময় পাবেন। এ ধরনের প্রার্থীরা ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি, জানুন
BHEL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। BHEL-এ ওয়েল্ডারদের পদে নিয়োগ ১২ মাসের চুক্তির ভিত্তিতে করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) |
পদের নাম: | ওয়েল্ডার |
শূন্যপদের সংখ্যা: | ৭৫ |
কাজের স্থান: | নাগপুর |
কাজের ধরন: | ১২ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগকরা হবে |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষা এবং দক্ষতামূলক পরীক্ষার |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | আইটিআই সার্টিফিকেট সহ যোগ্য বয়লার ওয়েল্ডারের সার্টিফিকেট থাকতে হবে |
বেতনক্রম: | প্রতি মাসে ৩৭৫০০ টাকা |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | ১৯.০২.২০২২ |
BHEL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ওয়েল্ডার পদের জন্য, প্রার্থীদের আইটিআই সার্টিফিকেট সহ যোগ্য বয়লার ওয়েল্ডারের সার্টিফিকেট থাকতে হবে।
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings জানতে পারেন।
BHEL Recruitment 2022: বেতনক্রম
ওয়েল্ডার পদে নিয়োগের পর, প্রার্থীরা প্রতি মাসে ৩৭৫০০ টাকা বেতন পাবেন।
BHEL Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং দক্ষতামূলক পরীক্ষার মাধ্যমে BHEL-এর ওয়েল্ডার পদে নির্বাচন করা হবে।
আরও পড়ুন- বিরাট খবর! পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে শুধু শিক্ষা নয়, পড়ুয়াদের জন্য থাকছে আরও কিছু
BHEL Recruitment 2022: আবেদন পদ্ধতি
ওয়েল্ডার পদে অনলাইনে আবেদন করার পর জমা দেওয়া আবেদনপত্রের একটি প্রিন্ট আউট কপি পাঠাতে হবে এই ঠিকানায়, ‘সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার এইচআর, বিএইচিএল, পাওয়ার সেক্টর পশ্চিমাঞ্চল, শ্রী মোহানি কমপ্লেক্স, ৩৪৫ কিংসওয়ে, নাগপুর- ৪৪০০০১’।