Recruitment 2022: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি, জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ১০ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ECL) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মাইনিং সর্দার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ECL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১০ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ECL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ECL Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জেনারেল ক্যাটাগরি – ১২৭টি পদ
অর্থনৈতিক ভাবে অনগ্রসর বর্গ- ৩০টি পদ
advertisement
ওবিসি- ৮৩টি পদ
তফসিলি জাতি- ৪৬টি পদ
তফসিলি উপজাতি- ২৩টি পদ
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে https://www.rbi.org.in জানতে পারেন।
আরও পড়ুন: টানা সাত দিন রোজ ডিনারে পাস্তা খেয়েছেন এই মহিলা, শেষে যা হল তুমুল ভাইরাল!
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: | ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL) |
পদের নাম: | মাইনিং সর্দার |
শূন্যপদের সংখ্যা: | ৩১৩ |
কাজের স্থান: | পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | ২০.০২.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ১০.০৩.২০২২
ECL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীকে কমপক্ষে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। এছাড়াও, ডিজিএমএস দ্বারা জারি করা মাইনিং সর্দারশিপের একটি বৈধ শংসাপত্র থাকতে হবে। এছাড়াও, গ্যাস পরীক্ষকের একটি বৈধ শংসাপত্র এবং একটি বৈধ প্রাথমিক চিকিৎসার শংসাপত্র থাকতে হবে। এছাড়াও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকা আবশ্যিক।
advertisement
ECL Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজে উপস্থিত রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ও নির্দিষ্ট পদের লিঙ্কে ক্লিক করতে হবে।
আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে এবং এর একটি প্রিন্ট আউট নিজেদের কাছে রেখে দিতে হবে।
Location :
First Published :
February 04, 2022 6:12 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি, জানুন