২০২৩-এর মাধ্যমিকে প্রথম, তার পর রাজ্যের মধ্যে সর্বভারতীয় স্তরে জেইই মেন-এও প্রথম হলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। দেশের মধ্যে তাঁর র্যাঙ্ক ২৭৫। সেই র্যাঙ্কের নিরিখেই রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন তিনি। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা। মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। যা শতাংশের নিরিখে ৯৯.৫৭।
advertisement
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসের মেইন পরীক্ষায় ফলাফল সামনে আসতেই জ্বলজ্বল করে উঠল তাঁর নাম। রাজ্যের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চ নম্বর পেলেন কাটোয়ার দেবদত্তা মাঝি। এর আগে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার প্রথম পর্যায়ে ফলাফলে দেশের মধ্যে পনের তম স্থান পেলেও রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল কাটোয়ার ডিডিসি বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাঝি। প্রথম পর্যায়ের পরীক্ষায় দেবদত্তার পার্সেন্টাইল ছিল ৯৯.০২১ শতাংশ, এবার একবারে লক্ষ্যে স্থির ছিল সে ফলে ১০০-তে ১০০ স্কোর করেছে বাংলার এই কৃতী ছাত্রী।
শুধু কাটোয়াই নয়, সাফল্যের শীর্ষে খড়গপুরের কৃতী আরও এক ছাত্র। সর্বভারতীয় জয়েন্টে পশ্চিমবঙ্গে প্রথম খড়গপুরের অর্চিষ্মান নন্দী। খড়গপুরের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান। বাবা একটি ওষুধ সংস্থার আধিকারিক। মা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী।
গত জানুয়ারিতে জয়েন্টের প্রথম দফার পরীক্ষা দিতে যাওয়ার আগে অঙ্কুরহাটির কাছে দুর্ঘটনার কবলে পড়ে অর্চিস্মানদের গাড়ি। সেই মানসিক পরিস্থিতিতেও পরীক্ষা দিয়ে প্রায় ৯৮ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। কিন্তু, আশানুরূপ ফল না হওয়ায় ফের চলতি মাসেই দ্বিতীয় দফার পরীক্ষা দেন। এ বার সারা ভারতে ২৪ জন পড়ুয়ার তালিকায় রয়েছেন অর্চিষ্মান।