TRENDING:

Bengal Education: JEE মেইনসে তাক লাগানো ফলাফল, গ্রামবাংলার দুই মেধাবী দেবদত্তা-অর্চিষ্মানকে শুভেচ্ছা জানিয়ে ডাক মুখ্যমন্ত্রীর

Last Updated:

Bengal Education CM Mamata Banerjee: দেবদত্তা ও অর্চিষ্মানকে শুভেচ্ছা জানিয়েছে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই মেধাবী গ্রামবাংলার ছাত্রছাত্রীকে সম্মান জানাবেন তিনি। কবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কাটোয়ার দেবদত্তা থেকে খড়গপুরের অর্চিষ্মান, জয়েন্ট এন্ট্রান্স মেইনসে তাক লাগানো ফলাফল করে গ্রামবাংলার জয়জয়কার। তাঁদের দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছে রবিবার এক্স হ্যান্ডেলে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই মেধাবী গ্রামবাংলার ছাত্রছাত্রীকে সম্মান জানাবেন তিনি। ১ জুন বিশ্ববঙ্গ মেলাপ্রাঙ্গনে হবে অনুষ্ঠান।
বাংলার দুই কৃতীকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
বাংলার দুই কৃতীকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
advertisement

২০২৩-এর মাধ্যমিকে প্রথম, তার পর রাজ্যের মধ্যে সর্বভারতীয় স্তরে জেইই মেন-এও প্রথম হলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। দেশের মধ্যে তাঁর র‌্যাঙ্ক ২৭৫। সেই র‌্যাঙ্কের নিরিখেই রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন তিনি। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা। মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। যা শতাংশের নিরিখে ৯৯.৫৭।

advertisement

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসের মেইন পরীক্ষায় ফলাফল সামনে আসতেই জ্বলজ্বল করে উঠল তাঁর নাম। রাজ্যের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চ নম্বর পেলেন কাটোয়ার দেবদত্তা মাঝি। এর আগে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার প্রথম পর্যায়ে ফলাফলে দেশের মধ্যে পনের তম স্থান পেলেও রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল কাটোয়ার ডিডিসি বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাঝি। প্রথম পর্যায়ের পরীক্ষায় দেবদত্তার পার্সেন্টাইল ছিল ৯৯.০২১ শতাংশ, এবার একবারে লক্ষ্যে স্থির ছিল সে ফলে ১০০-তে ১০০ স্কোর করেছে বাংলার এই কৃতী ছাত্রী।

advertisement

আরও পড়ুন: বিশ্বের কাছে আর মুখ নেই বাংলাদেশের! রাস্তাঘাটে পকেটে-পকেটে ‘আক্রমণ’, নাগরিকদের সতর্ক করল আমেরিকাও! লজ্জা

শুধু কাটোয়াই নয়, সাফল্যের শীর্ষে খড়গপুরের কৃতী আরও এক ছাত্র। সর্বভারতীয় জয়েন্টে পশ্চিমবঙ্গে প্রথম খড়গপুরের অর্চিষ্মান নন্দী। খড়গপুরের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান। বাবা একটি ওষুধ সংস্থার আধিকারিক। মা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী।

advertisement

আরও পড়ুন: বুড়ো বয়সেও হাড়ে ধরবে না ‘জং’, দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম রয়েছে কোন কোন খাবারে? রইল ডাক্তারের পরামর্শ

গত জানুয়ারিতে জয়েন্টের প্রথম দফার পরীক্ষা দিতে যাওয়ার আগে অঙ্কুরহাটির কাছে দুর্ঘটনার কবলে পড়ে অর্চিস্মানদের গাড়ি। সেই মানসিক পরিস্থিতিতেও পরীক্ষা দিয়ে প্রায় ৯৮ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। কিন্তু, আশানুরূপ ফল না হওয়ায় ফের চলতি মাসেই দ্বিতীয় দফার পরীক্ষা দেন। এ বার সারা ভারতে ২৪ জন পড়ুয়ার তালিকায় রয়েছেন অর্চিষ্মান।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bengal Education: JEE মেইনসে তাক লাগানো ফলাফল, গ্রামবাংলার দুই মেধাবী দেবদত্তা-অর্চিষ্মানকে শুভেচ্ছা জানিয়ে ডাক মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল