TRENDING:

East Bardhaman News: এই কলেজে ভর্তি শুরু B.ed কোর্সে! বিশদে জেনে এখনই আবেদন করুন

Last Updated:

ইতিমধ্যেই অনলাইনে ভরতির পোর্টাল চালু হয়ে গেছে। আবেদন গ্রহণ-সহ ভরতির প্রক্রিয়া শেষ হবে ১৮ সেপ্টেম্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের পক্ষ থেকে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) কোর্সে ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ শিক্ষাবর্ষে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনও রকম অ্যাডমিশন ফি দিতে হবে না।
এই কলেজে ভর্তি শুরু B.ed কোর্সে! বিশদে জেনে এখনই আবেদন করুন
এই কলেজে ভর্তি শুরু B.ed কোর্সে! বিশদে জেনে এখনই আবেদন করুন
advertisement

বিএড কোর্সে যারা ভর্তি হতে চাইছেন তাদের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ( বি.ই এবং বি.টেক ) শাখার স্নাতকোত্তর পড়ুয়ারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকা আবশ্যক। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে কলেজে ।

advertisement

কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বাছাই করা শিক্ষার্থীদের কাছে তথ্য পৌঁছে দেওয়া হবে। অনলাইনে কোর্স ফি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানান হয়েছে, এই কোর্সের জন্য মোট ৯৫টি আসন খালি রয়েছে।

ইতিমধ্যেই অনলাইনে ভর্তির পোর্টাল চালু হয়ে গেছে । আবেদন গ্রহণ-সহ ভর্তির প্রক্রিয়া শেষ হবে ১৮ সেপ্টেম্বর। সম্ভাব্য মেরিট লিস্ট বেরোবে ১৯ সেপ্টেম্বর। অনলাইনে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে ২১ সেপ্টেম্বর। ক্লাস শুরু হবে এবং ভেরিফিকেশন হবে ১০ অক্টোবর ।

advertisement

আরও পড়ুন: দূষণ নিয়ন্ত্রণ করতে এবার নতুন উদ্যোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় বসবে দূষণ মাপার যন্ত্র 

আবেদন করার আগে পাসপোর্ট সাইজ ছবির সফট কপি তৈরি রাখতে হবে। সকল নথিপত্র এবং নিজের সিগনেচার স্ক্যান করতে হবে। বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি তৈরি রাখতে হবে ।

বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে https://kalnacollege.ac.in/b_edadmission/ 

advertisement

অথবা নজর রাখুন কলেজের সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
East Bardhaman News: এই কলেজে ভর্তি শুরু B.ed কোর্সে! বিশদে জেনে এখনই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল