TRENDING:

Recruitment 2022: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির দারুণ সুযোগ, বিশদে জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ১২ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কর্পোরেট ও ক্রেডিট ডিপার্টমেন্টে স্পেশালিস্ট অফিসার, রিলেশনশিপ ম্যানেজার, কর্পোরেট এবং ইনস্টিটিউট ক্রেডিট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Recruitment 2022
Recruitment 2022
advertisement

BOB SO Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১২ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

BOB SO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৩২৫টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

রিলেশনশিপ ম্যানেজার এসএমজি/এস-IV- ৭৫টি পদ

কর্পোরেট ও ইনস্টিটিউট ক্রেডিট এসএসজি/এস-III- ১০০টি পদ

ক্রেডিট অ্যানালিস্ট এমএমজি/এস-III- ১০০টি পদ

কর্পোরেট ও ইনস্টিটিউট ক্রেডিট MMG/S-II- ৫০টি পদ

প্রার্থীদের সবার প্রথমে BOB-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.bankofbaroda.co.in যেতে হবে।

advertisement

এরপর ‘Careers’ সেকশনে গিয়ে ‘Current Opportunities’ অপশনে ক্লিক করতে হবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)
পদের নাম: স্পেশালিস্ট অফিসার, রিলেশনশিপ ম্যানেজার, কর্পোরেট এবং ইনস্টিটিউট ক্রেডিট
শূন্যপদের সংখ্যা: ৩২৫
কাজের স্থান: ভারত
কাজের ধরন: নিয়মিত
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ তারিখ: ১২.০৭.২০২২

BOB SO Recruitment 2022: আবেদনের যোগ্যতা

রিলেশনশিপ ম্যানেজার এবং কর্পোরেট ও ইনস্টিটিউট ক্রেডিট- প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা ফিনান্সে স্পেশালাইজেশন ১ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

ক্রেডিট অ্যানালিস্ট- প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সহ ফিনান্সে স্পেশালাইজেশন বা সিএ/সিএমএ/সিএস/সিএফএ ইত্যাদি ডিগ্রি থাকতে হবে।

advertisement

কর্পোরেট ও ইনস্টিটিউট ক্রেডিট- প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক এবং সিএ ডিগ্রি থাকতে হবে।

BOB SO Recruitment 2022: কাজের অভিজ্ঞতা

রিলেশনশিপ ম্যানেজার- অন্তত ১০ বছর সরকারি/বেসরকারি/বিদেশি ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট ক্রেডিটে সেলস বা রিলেশনশিপ ম্যানেজমেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

কর্পোরেট ও ইনস্টিটিউট ক্রেডিট- পাবলিক/প্রাইভেট/বিদেশী ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট ক্রেডিটে সেলস বা রিলেশনশিপ ম্যানেজমেন্ট হিসেবে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ক্রেডিট অ্যানালিস্ট- ব্যাঙ্কে ৫ বছরের কাজের অভিজ্ঞতা সহ ৪ বছর পাবলিক/প্রাইভেট/বিদেশি ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানে ক্রেডিট অ্যাপ্রাইজেল/প্রসেসিং/অপারেশনে এক্সপোজার হিসেবে কাজ করতে হবে।

BOB SO Recruitment 2022: বয়সসীমা

রিলেশনশিপ ম্যানেজার- ২৫ থেকে ৪২ বছর

কর্পোরেট ও ইনস্টিটিউট ক্রেডিট- ২৮ থেকে ৩৫ বছর

ক্রেডিট অ্যানালিস্ট- ২৮ থেকে ৩৫ বছর

কর্পোরেট ও ইনস্টিটিউট ক্রেডিট- ২৫ থেকে ৩০ বছর

BOB SO Recruitment 2022: বেতন

এমএমজিএস II: ৪৮১৭০ x ১৭৪০ (১)- ৪৯৯১০ x ১৯৯০ (১০)– ৬৯১৮০ টাকা

এমএমজিএ III: ৬৩৮৪০ x ১৯৯০ (৫)- ৭৩৭৯০ x ২২২০ (২)– ৭৮২৩০ টাকা

এসএমজি/এস-IV: ৭৬০১০ x ২২২০ (৪)– ৮৪৮৯০ x ২৫০০ (২)– ৮৯৮৯০ টাকা

BOB SO Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের অনলাইন পরীক্ষা গ্রুপ ডিসকাশন (জিডি)/ পার্সোনাল ইন্টারভিউ (পিআই)/ সাইকোমেট্রিক টেস্ট বা অন্য যে কোনও রকম পরীক্ষা নেওয়া হতে পারে।

BOB SO Recruitment 2022: আবেদন পদ্ধতি

এবারে ‘Apply Online’ অপশনের অন্তর্গত ‘Recruitment of Specialist Officers for Corporate & Institutional Credit Dept. on Regular basis’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।

প্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য নাম রেজিস্ট্রেশন করতে হবে।

এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সহ আবেদন করতে হবে।

আবেদন ফি জমা দিতে হবে।

ভবিষ্যতের জন্য একটি কপি প্রিন্ট করিয়ে নিতে হবে।

BOB SO Recruitment 2022: আবেদনের ফি

SC/ST/ PWD/ মহিলা- ১০০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

GEN/OBC/EWS – ৬০০ টাকা

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির দারুণ সুযোগ, বিশদে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল