Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
সতীর্থের পিতা সমিত সাহা পেশায় একজন চিকিৎসক। ভবিষ্যতে নিজেও চিকিৎসক হওয়ার ইচ্ছে জানিয়েছে সতীর্থ। ছেলের এই প্রাপ্তিতে অত্যন্ত খুশি সতীর্থের মা শতাব্দী সাহা।
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
আরও পড়ুন: ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাজি, পরের বছর মাধ্যমিক কবে ?
আজ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হল। এ দিন মাধ্যমিকের ফলাফল ঘোষণা করল পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বছর পুরুষের তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৩২১ জন।
আরও পড়ুন: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, গত বছরের তুলনায় কমেছে পাশের হার! জানুন কী দাঁড়াল…
এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ । পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট। অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থীর জন্মতারিখ যদি ১০ ফেব্রুয়ারি ২০০৭ হয়, তাহলে নিজের রোল নম্বর দেওয়ার পাশাপাশি ডেট অফ বার্থে তাকে লিখতে হবে 10/02/07 । News18Bangla.com– এ রেজাল্ট জানার পদ্ধতি অত্যন্ত সহজ।
সুস্মিতা গোস্বামী