TRENDING:

Motivational Story: বিদ্যুতের ছোবলে হারান হাত পা, অজেয় মানসিকতা অবলম্বন করে আইআইএম-এ পড়ার সুযোগ পেলেন তরুণ

Last Updated:

Motivational Story: তিনি দেখিয়ে দিয়েছেন স্বপ্ন পূরণের পথে কোনও প্রতিবন্ধকতাই দুর্লঙ্ঘ্য নয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুঃসহ দুর্ঘটনা তাঁকে অশক্ত করতে পেরেছে। তবে স্বপ্ন কাড়তে পারেনি। অন্ধ্রপ্রদেশের যুবক চন্দ্রমৌলি আমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে আসন অর্জন করলেন শত প্রতিকূলতা পেরিয়ে। তাঁর জীবনের লক্ষ্য এখন কোনও সংস্থার ম্যানেজার হওয়া। তিনি দেখিয়ে দিয়েছেন স্বপ্ন পূরণের পথে কোনও প্রতিবন্ধকতাই দুর্লঙ্ঘ্য নয়।
advertisement

অন্ধ্রপ্রদেশের অনকাপাল্লে জেলার কথকোটা গ্রামের বাসিন্দা চন্দ্রমৌলি। পরবর্তীতে ওই জেলারই নরসিংহপত্তনমে পেড্ডা বোড্ডেপল্লি গ্রামে চলে আসেন সপরিবারে। তাঁর বাবা ক্ষুদ্র ব্যবসায়ী। মা একজন শিক্ষিকা।

বাবা মা ছিলেন স্বপ্নপূরণের পথে প্রধান ভরসা। বাবা মায়ের পাশে থাকাকে অবলম্বন করে বি টেক সম্পূর্ণ করেন চন্দ্রমৌলি। এর পর তিনি গেট-এর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই প্রস্তুতি পর্বেই তিনি এক দুর্ঘটনায় ভয়ঙ্করভাবে তড়িদাহত হন। তাঁর দু’ হাত এবং দু’ পা অবশ হয়ে যায়। পরে অস্ত্রোপচার করে বাদ দিতে হয় সেগুলি।

advertisement

শারীরিক এই আঘাতে মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন চন্দ্রমৌলি। হতাশা গ্রাস করে তাঁকে। পাশে পেয়েছিলেন কিছু বন্ধুকে। তাঁদের সান্নিধ্যে বাড়িয়ে তোলেন মনের জোর এবং আত্মবিশ্বাসের পারদ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছেকে বিদায় জানাতে হয়েছিল। কিন্তু এর বেশি জীবনের সঙ্গে আপস করতে নারাজ ছিলেন তিনি। এর পর তিনি এলএলবি কোর্স সম্পূর্ণ করেন। এর পর ফের চলার পথে পরিবর্তন। কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট-এ সফল হয়ে আইআইটি আমদাবাদে পড়ার সুযোগ পেয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

আগামী জুন মাসে তিনি আইআইএম-এ পড়া শুরু করবেন। তাঁর অজেয় মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন পরিচিত মহল।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Motivational Story: বিদ্যুতের ছোবলে হারান হাত পা, অজেয় মানসিকতা অবলম্বন করে আইআইএম-এ পড়ার সুযোগ পেলেন তরুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল