TRENDING:

AISSEE Answer Key 2022: সৈনিক স্কুল প্রবেশিকা পরীক্ষার অস্থায়ী উত্তরমালা প্রকাশিত, এই লিঙ্কে ক্লিক করে সরাসরি দেখুন

Last Updated:

প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত তাঁদের আপত্তি জমা করতে পারবেন। (AISSEE Answer Key 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অল ইন্ডিয়া সৈনিক স্কুলস এন্ট্রান্স পরীক্ষা (All India Sainik Schools Entrance Examination) ২০২২-এর অস্থায়ী উত্তরমালা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। যে সকল প্রার্থীরা ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন সেই সমস্ত প্রার্থীরা অ্যানসার কি দেখতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
AISSEE Answer Key 2022
AISSEE Answer Key 2022
advertisement

AISSEE Answer Key 2022: কীভাবে অ্যানসার কি দেখা যাবে?

এখানে অ্যানসার কী জানতে করতে এবং আপত্তি উত্থাপন করার উপায় বিস্তারিত দেওয়া হল

১. প্রথমে সকল প্রার্থীদের অল ইন্ডিয়া সৈনিক স্কুলস এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে aissee.nta.nic.in যেতে হবে।

২. এরপর ওই ওয়েবসাইটের হোম পেজে দেওয়া ‘AISSEE 2022 – OMR Display, OMR Challenge and Answer Key Challenge' এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

advertisement

৩. পরীক্ষার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের প্রোফাইলটিতে লগইন করতে হবে।

৪. এরপর স্ক্রিনে অ্যানসার কি প্রদর্শিত হবে।

৫. পরীক্ষার্থীরা প্রদত্ত অ্যানসার কি চেক করে নিতে পারেন।

৬. কোনও পরীক্ষার্থীর প্রদত্ত অ্যানসার কি অনুযায়ী আপত্তি থাকলে তা নির্দিষ্ট বিভাগে গিয়ে আপত্তি জানিয়ে প্রয়োজনীয় প্রমাণ সহ জমা করতে হবে।

আরও পড়ুন: একসঙ্গে দুধ-কলা খেয়ে শরীরে কোনও রোগ পুষছেন না তো? সর্বনাশের আগে জানুন

advertisement

প্রার্থীরা এই লিঙ্কে https://aissee.nta.nic.in/webinfo/File/ViewFile?FileId=115&LangId=P ক্লিক করে অ্যানসার কি সম্পর্কিত বিশদ নোটিশ দেখতে পারেন।

যে সকল প্রার্থীরা সরাসরি অ্যানসার কী দেখতে চান তাঁদের এই লিঙ্কে https://testservices.nic.in/ExamSys21/Root/DownloadAdmitCard.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFW8P1Xap7O/lqTK2sIa/rRCHR3wIvADe15mzauVqgkev ক্লিক করতে হবে।

AISSEE Answer Key 2022: বিশেষ ঘোষণা

প্রকাশিত অস্থায়ী অ্যানসার কি দেখার পর যদি প্রার্থীদের উত্তর সংক্রান্ত বিষয়ে কোনও আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত তাঁদের আপত্তি জমা করতে পারবেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, উল্লিখিত পরীক্ষাটি চলতি বছরের ৯ জানুয়ারী, ২০২২ তারিখে অফলাইন মোডে অনুষ্ঠিত হয়েছিল।

advertisement

আরও পড়ুন: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি, জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রবেশিকা পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত এবং নবম শ্রেণির ভর্তির জন্য দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, অস্থায়ী অ্যানসার কি দ্বারা প্রাপ্ত পরীক্ষার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পরে, চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করা হবে। সাধারণত জাতীয় পরীক্ষা সংস্থা এই পরীক্ষাটি পরিচালনা করে। চলতি বছরে মহামারী থাকা সত্ত্বেও করোনা প্রটোকলের অধীনে সুষ্ঠু ভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
AISSEE Answer Key 2022: সৈনিক স্কুল প্রবেশিকা পরীক্ষার অস্থায়ী উত্তরমালা প্রকাশিত, এই লিঙ্কে ক্লিক করে সরাসরি দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল