আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: CSIR-এ প্রচুর পদে নিয়োগ! কোথায় এবং কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত...
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৩০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত ম্যানেজমেন্ট ট্রেনি, হিন্দি অফিসার পদে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | এগ্রিকালচার ইনস্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড (AICL) |
পদের নাম | ম্যানেজমেন্ট ট্রেনি, হিন্দি অফিসার |
শূন্যপদের সংখ্যা | ৩০ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বি.টেক, বি.এসসি ডিগ্রি প্রাপ্ত হতে হবে |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৩.১২.২০২১ |
বিশেষ ঘোষণা:
ম্যানেজমেন্ট ট্রেনি পদ নিয়োগ করা হবে কৃষি বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, আইন এবং অ্যাকাউন্টস বিভাগে।
শিক্ষাগত যোগ্যতা:
বি. এসসি (কৃষি শাখায়)/ বি. এসসি (হর্টিকালচার শাখায়)/ বি.ই /বি টেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং শাখায় বি. টেক (কম্পিউটার সায়েন্স/আইটি শাখায়) অথবা আইন শাখায় স্নাতক বা আইন শাখায় স্নাতকোত্তর, বি.কম, এম.কম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএআই) ডিগ্রি ধারীরা আবেদনের যোগ্য।
দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা এমবিএ (ফিনান্স)-এ ডিগ্রি প্রাপ্তরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডসে মেগা রিক্রুটমেন্ট! কবে-কীভাবে আবেদন করবেন? জানুন...
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের যোগ্যতামূলক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। উল্লিখিত পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
উল্লিখিত পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্ভবত জানুয়ারি, ২০২২-এ। পরীক্ষার সঠিক তারিখ, নিয়োগকারী সংস্থা ইত্যাদি বিষয়ে পরবর্তীতে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।