প্রতিরক্ষা মন্ত্রালয়ের এই নতুন নিয়োগ প্রকল্প অগ্নিপথের অধীনে অগ্নিবীরদের নিয়োগের জন্য অগ্নিবীর পদে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই প্রার্থীদের তাঁদের রেজিস্টার করা ইমেল আইডিতে ভারতীয় সেনা অগ্নিবীর পদে পরীক্ষার অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফের হাজিরা এড়াতেই অনুব্রতর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে সিবিআই, তীব্র গুঞ্জন
advertisement
যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করেছিলেন তাঁদের ইমেল চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়াও প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল পোর্টাল https://joinindianarmy.nic.in/ থেকে অগ্নিবীর ২০২২ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
Join Indian Army Agniveer Admit Card: ডাউনলোড পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে ভারতীয় সেনাবাহিনীর পোর্টালে https://joinindianarmy.nic.in/ যেতে হবে।
এরপর 'অগ্নিপথ' ট্যাবে ক্লিক করতে হবে।
লগইন বিভাগে গিয়ে প্রার্থীদের নাম, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখতে হবে।
লগইন অপশনে ক্লিক করতে হবে।
এবারে প্রার্থীরা অগ্নিবীর ২০২২ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
প্রার্থীদের ভবিষ্যতের সুবিধার্থে অ্যাডমিটের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে হবে।
Join Indian Army Agniveer Admit Card: গুরুত্বপূর্ণ নির্দেশাবলী
প্রার্থীদের র্যালির স্থানে ভারতীয় সেনা অগ্নিবীরের অ্যাডমিট কার্ড সঙ্গে নিতে হবে। অগ্নিবীর হল টিকিট ছাড়া প্রার্থীদের সমাবেশে উপস্থিত হতে দেওয়া হবে না।
ভারতীয় সেনা অগ্নিবীরের অ্যাডমিট কার্ড প্রার্থীদের নিয়োগ সমাবেশের বিশদ সম্পর্কে জানাবে। অ্যাডমিট কার্ডে দেওয়া কর্তৃপক্ষের নাম, প্রার্থীর নাম, লিঙ্গ, ছবি এবং স্বাক্ষর; র্যালির স্থান; র্যালির তারিখ ও সময়; রিপোর্টিং সময় এবং প্রার্থীদের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পূর্ব থেকেই দেওয়া থাকবে।
আরও পড়ুন: মল্লারপুরের মর্মান্তিক দুর্ঘটনায় মুখ খুললেন মমতা, ক্ষতিপূরণ-সহ বড় ঘোষণা
Join Indian Army Agniveer Admit Card: নির্বাচন পদ্ধতি
ফিজিক্যাল ফিটনেস টেস্ট
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট
মেডিকেল টেস্ট
রিটেন টেস্ট