কোর্সের বিষয়: বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি হল ‘সার্টিফিকেট কোর্স কাম ট্রেনিং অন প্ল্যান্ট টিস্যু কালচার টেকনিক’। গাছপালার কাণ্ড, পাপড়ি, মুকুল ইত্যাদির টিস্যু সংগ্রহ করতে হবে। তারপর কৃত্রিম উপায়ে সেই টিস্যু থেকে চারা উৎপাদনের নানাবিধ কৌশলই শেখানো হবে।
কোর্সের মোট সময় ও খরচ: কোর্সটির মোট মেয়াদ থাকতে চলেছে তিন মাস পর্যন্ত। আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মে পর্যন্ত চলবে এই কোর্সের প্রশিক্ষণ। এই কোর্সের মোট খরচ বা ফি রাখা হয়েছে ১৫,০০০ টাকা।
advertisement
আবেদনের জন্য যোগ্যতা: এই কোর্সে ভর্তির আবেদন জানাতে পারবেন বিভিন্ন স্টার্ট আপ সংস্থা থেকে শুরু করে ভবিষ্যৎ উদ্যোক্তারা। এছাড়া আবেদন জানতে পারবেন উচ্চশিক্ষিত ব্যক্তিরাও। তবে আবেদনকারীদের অন্য কোন ডিগ্রির দরকার নেই। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই ভর্তি হতে পারবেন এই কোর্সে।
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
কোর্সের অন্যান্য বিষয়: কোর্স শুরু হওয়ার পর প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঁচদিন প্রশিক্ষণ দেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে এই কোর্সের প্রশিক্ষণ। পড়ুয়াদের মূল্যায়নের জন্য থাকছে বিশেষ পরীক্ষারও আয়োজন। তবে প্রশিক্ষণে উপস্থিতির হার ৯০ শতাংশ না থাকলে সার্টিফিকেট প্রদান করা হবে না পড়ুয়াদের।
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ দিন: এই কোর্সে আগ্রহী ব্যক্তিদের বিজ্ঞপ্তিতে প্রদান করা ফরম্যাট অনুযায়ী আবেদন জানতে হবে। আবেদন পত্র এবং গুরুত্বপূর্ন অন্যান্য নথি পাঠিয়ে কোর্সের জন্য আবেদন জানাতে হবে। কোর্সের জন্য আবেদন জানানোর শেষ তারিখ ১৮ই ফেব্রুয়ারি। তারপর আবেদনকারীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করে এই কোর্সে ভর্তি নেওয়া শুরু করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক: https://www.ubkv.ac.in/
নোটিশ লিংক: https://www.ubkv.ac.in/news/certificate-course-cum-training-on-plant-tissue-culture-technique-from-26-02-2024-to-27-05-2024/
Sarthak Pandit