TRENDING:

West Medinipur News: পছন্দের বিষয়ে সার্টিফিকেট কোর্স করতে চান? সুযোগ দিচ্ছে নামজাদা বিশ্ববিদ‍্যালয়

Last Updated:

একাধিক সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আসন সংখ্যা সীমিত, এখনই আবেদন জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পছন্দের বিষয় নিয়ে সার্টিফিকেট কোর্স করতে চান? পড়ার সেই সুযোগ দিচ্ছে জেলার বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়। ডেটা সায়েন্স, জনস্বাস্থ্য সহ একাধিক স্বল্পমেয়াদী কোর্স পড়ানহবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। কোর্সের শেষে রয়েছে সার্টিফিকেটও। একাধিক স্বল্পমেয়াদী সার্টিফিকেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, দ্রুত আবেদন করুন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ এই চশমাই বাঁচাবে অন্ধ ব্যক্তিদের, স্মার্ট চশমা তৈরি নবমশ্রেণীর ছাত্রদের

চলতি শিক্ষাবর্ষেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (CCAE)-র উদ্যোগে একাধিক স্বল্পমেয়াদি কোর্স (Certificate Course or Diploma Course) করানহবে। এই সমস্ত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের মেয়াদ তিন মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত। সম্প্রতি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.vidyasagar.ac.in) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, পছন্দের বিষয় যেমন, মহামারিবিদ্যা ও জনস্বাস্থ্য (Epidemiology and Public Health) সাঁওতালি (Olchiki Script), ডেটা সায়েন্স (Data Science), অরণ্য এবং বন্যপ্রাণ সংরক্ষণ (Forest and Wild Life Conservation), ইংলিশ ফর অল (English for All) এবং অ্যাজাইল সফটঅয়্যার ডেভেলপমেন্ট (Agile Software Department)- এই ৬টি কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতিতে কোর্সগুলিতে ভর্তি হওয়া যাবে।

advertisement

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কোর্স ফি-র পরিমাণ ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৪,০০০ টাকা। বিভিন্ন বিষয়ের ক্লাস হবে সপ্তাহে দুই থেকে চার দিন পর্যন্ত। কোর্সের মেয়াদ ৩ মাস থেকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত।কোর্সগুলিতে আসনসংখ্যার পরিমাণ যথাক্রমে- ৪০, ১০০, ৪০, ৫০, ৪০ এবং ৬০। পড়ুয়া, গবেষক, চাকুরিজীবী থেকে শুরু করে সকলেই এই কোর্সগুলি করতে পারবেন। কোর্সগুলিতে ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর তা অফলাইনে জমা করতে হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) CCAE-র অফিসে (পণ্ডিত রবিশঙ্কর ভবনের দোতলায়)।

advertisement

আবেদনপত্রের স্ক্যান কপি এবং পেমেন্টের রসিদ নির্দিষ্ট মেল আইডিতে (বিজ্ঞপ্তিতে উল্লিখিত) পাঠাতে হবে। আবেদনমূল্য বাবদ ২০০ টাকা এবং কোর্স ফি জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে (এবং আবেদনপত্রে) উল্লিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই বিষয়ে বাকি তথ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ফোন করতে পারেন CCAE কর্তৃপক্ষ প্রদত্ত এই নম্বরে- 8373861707।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Medinipur News: পছন্দের বিষয়ে সার্টিফিকেট কোর্স করতে চান? সুযোগ দিচ্ছে নামজাদা বিশ্ববিদ‍্যালয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল