সর্বভারতীয় জেইই মেইনস পরীক্ষায় র্যাঙ্ক ৪৫৪। ইতিমধ্যে বেঙ্গালুরুর আইআই এস সি-তে গবেষণার সুযোগ পেয়েছেন অভীক। অ্যাস্ট্রোফিজিক্স বিষয় নিয়েই গবেষণা সেখানে চালিয়ে যাবেন তিনি। এ দিন রাতেই বেঙ্গালুরু থেকে ফিরে অভীক জানান, “জয়েন্টের এই ফল আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। সর্বভারতীয় স্তরে ভাল ফল হলেই রাজ্যস্তরের পরীক্ষাতেও স্বাভাবিকভাবে ফল ভাল হয়। প্রস্তুতি সর্বভারতীয় পরীক্ষার হিসেবে নিতে হয়।”
advertisement
অভীকের বাবা প্রবীরকুমার দাস আলিপুরদুয়ারের রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। ছেলের সাফল্য কার্যত উচ্ছ্বসিত তিনি।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2024 2:40 PM IST





