জীবনের এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগেশ তাঁর মাকে জড়িয়ে ধরেছেন৷ পথের ধারে সবজি বিক্রেতা মহিলা, সদ্য সিএ পাশ করা পুত্রের মাও পুত্রকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন৷
advertisement
মুম্বইয়ের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে৷ ১৪ জুন এই আবেগপ্রবণ দৃশ্যটি টুইটারে ভাইরাল হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে প্রায় ৪ লাখেরও বেশি ভিউ পায় এটি৷ সেখানে কমেন্ট সেকশনে অনেকেই অনেক মন্তব্য করেছেন৷ কিছু জনের বক্তব্য এই লড়াই এক দিনের নয়৷ কেবল যে পরীক্ষায় সফল হয়েছেন, তাঁরও নয়, এ লড়াই তাঁর মায়েরও৷ একজন লিখেছেন, ‘‘মা-বাবারা সন্তানের জন্য কত ছোট-বড় ত্যাগ স্বীকার করেন, ওঁদের একটা একটা লড়াইয়ের মধ্যে দিয়ে এই সাফল্য আসে৷ আসা করব সন্তানটি ভবিষ্যতেও মায়ের এই অবদান মনে রাখবেন, তাঁকে ছেড়ে দিয়ে চলে যাবেন না৷’
আরও পড়ুন:লিপস্টিক বা পার্ফিউম নয়, তরুণীর হ্যান্ডব্যাগ থেকে বেরলো এক অদ্ভুত জিনিস
অনেকেই কমেন্টেও অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছে৷ একজন লিখেছেন,‘‘ সিএ পড়ার খরচ অন্যান্য অনেক পড়াশোনার চেয়ে কিছুটা হলেও কম৷ তার জন্যই অনেক শিক্ষিত ও কৃতি সন্তানেরা এই পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হন৷’’
ভারতবর্ষের শিক্ষাব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে বেশ খরচবহুল হয়ে থাকে৷ এই নিয়ে সত্যিই সরকারের ভাবনা চিন্তা করা উচিত৷ একজন লেখেন, ‘‘ছোট থেকে ভাল করে অধ্যাবসায় করা দরকার৷ একমাত্র সঠিক অধ্যাবসায় মধ্যবিত্ত সমাজের মানোন্নয়ন করতে পারে৷’’
তবে যোগেশের জীবনযুদ্ধের এই জয়ে খুশি হয়েছেন, প্রায় সমস্ত নেটিজেনরাই৷