Israel-Palestine War: শনিবার ভূখণ্ডে ইজরায়েলের হানায় নিহতের সংখ্যা প্রায় ৭০, এসেছে শিশু মৃত্যুর খবরও, আহত বহু, বিশ্ব জুড়ে আবারও শুরু হয়েছে নিন্দার ঝড়

Last Updated:

Israeli attack on the south of the Gaza Strip: শনিবার দক্ষিণ গাজা ভূখন্ডে ইজরায়েল আবার হামলা চালায়৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই হামলায় প্রায় ৭১ জন মানুষ নিহত হয়েছে৷ তার মধ্যে অনেক শিশুও রয়েছে৷ আহতের সংখ্যাও অনেক৷ইনিই ছিলেন ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাস হামলার অন্যতম প্রধান স্থপতি৷

হামাস নেতাকে লক্ষ করে গাজাভূখণ্ডে  আবার ইজরায়েলের  হানা৷ (Image: AFP/AP
হামাস নেতাকে লক্ষ করে গাজাভূখণ্ডে আবার ইজরায়েলের হানা৷ (Image: AFP/AP
গাজা: গাজা ভূখন্ডে ইজরায়েলি হামলা নিয়ে সারা পৃথিবী জুড়ে নিন্দিত হয়েছে৷ এমনকি বন্ধু রাষ্ট্র আমেরিকাও যে রাফাতে ইসরায়েলের আক্রমণে খুব একটা যে খুশি নয়,তাও বিভিন্ন বিবৃতিতে বোঝা যাচ্ছে৷ কিন্তু ইজরায়েলের তরফ থেকে আক্রমণ থামানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷
এই প্রেক্ষাপটে শনিবার দক্ষিণ গাজা ভূখন্ডে ইজরায়েল আবার হামলা চালায়৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই হামলায় প্রায় ৭১ জন মানুষ নিহত হয়েছে৷ তার মধ্যে অনেক শিশুও রয়েছে৷ আহতের সংখ্যাও অনেক৷
advertisement
যদিও ইজরায়েলি শীর্ষকর্তা থেকে জানানো হয়েছে, খান ইউনিস তথা মোহাম্মদ দেইফই ছিল এই হামলার মূল লক্ষ ছিল৷ মনে করা হয়, ইনিই ছিলেন ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাস হামলার অন্যতম প্রধান স্থপতি৷ এই হামলায় দক্ষিণ ইজরায়েলে প্রায় ১২০০ লোক নিহত হয়েছিল৷ এরপর থেকেই ইজরায়েল ও হামাসের যুদ্ধের সূত্রপাত হয়।
advertisement
ইজরায়েলের এক কর্তা জানিয়েছেন, হামাসের আরও একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব মারফত জানা যাচ্ছে, রাফা সালামাও এই হামলাযর লক্ষ্যবস্তু ছিলেন৷ তবে দুজনকে হত্যা করা সম্ভব হয়েছে কি না সেই বিষয়ে ইজরায়েলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি৷
advertisement
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় অন্তত ২৮৯ জন আহত হয়েছে৷ তাঁদের অনেককে নিকটবর্তী নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে, অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা 40 টিরও বেশি মৃতদেহ দেখেছেন এবং তাঁদের মধ্যে অনেক প্রত্যক্ষদর্শীরাই হামলার বর্ণনা দিয়েছেন৷
ক্রমাগত ইজরায়েলি হামলায় প্রায় কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার সন্ধানে উপকূলীয় অঞ্চলে পালিয়ে গেছে৷ তাঁদের মধ্যে বেশিরভাগ জনই অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন।
advertisement
গাজার স্বাস্থ্যমন্ত্রনালয়ের সূ্ত্র অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলের আক্রমণে এখনও পর্যন্ত প্রায় গাজায় ৩৮,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ আহতের সংখ্যা প্রায় ৮৮,০০০ এরও বেশি৷ গাজা ভূখন্ডে প্রায় ২.৩ মিলিয়ন মানুষ বাস করতেন৷ এই আগ্রাসনের ফলে তাঁদের মধ্যে প্রায় ৮০ শতাংশেরও বেশি মানুষকে তাঁদের ঘর-বাড়ি ছেড়ে অস্থায়ী তাবুতে আশ্রয় নিতে হয়েছে৷ সঙ্গে নানা ধরনের রোগ ও ব্যাপক ক্ষুধা তাঁদের গ্রাস করে নিচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel-Palestine War: শনিবার ভূখণ্ডে ইজরায়েলের হানায় নিহতের সংখ্যা প্রায় ৭০, এসেছে শিশু মৃত্যুর খবরও, আহত বহু, বিশ্ব জুড়ে আবারও শুরু হয়েছে নিন্দার ঝড়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement