জানা গিয়েছে এই ৮ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যে নামের সুপারিশ করেছিল রাজ্য তাতে সহমত পোষন করেছেন রাজ্যপাল। তাই ওই ৮ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা থাকছে না।
আরও পড়ুন: নিরাপত্তার জন্য লিভ-ইনে থাকা মহিলাদের স্ত্রীর মর্যাদা দেওয়া উচিত: মাদ্রাজ হাই কোর্ট
advertisement
উক্ত ৮ বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য হচ্ছেন তাঁরা হলেন, সংষ্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অয়ন ভট্টাচার্য, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেতে পারেন সঞ্চারি রায় মুখোপাধ্যায়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিতে পারেন নিমাই চন্দ্র সাহা। উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন অর্ণব সেন। সেই সঙ্গে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিতে পারেন মিতা বন্দ্যোপাধ্যায়, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভির্সিটির নতুন উপাচার্যের দায়িত্বে পেতে পারেন অরুনাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন দেবব্রত বসু এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হবেন দেবব্রত মিত্র। এর আগে উপাচার্য নিয়োগ নিয়ে অনেক জটিলতার সাক্ষী থেকেছে রাজ্য এবার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহমত হওয়ায় এই ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে কোনও বাধা রইল না।
