মাত্র ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে৷ প্রথম হয়েছে শুভ্রাংশু সরদার৷ চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর ৷
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023 | WBCHSE ক্লাস 12 তম ফলাফল 2023 লাইভ আপডেট
ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে। ৩১ মে শংসাপত্রের প্রতিলিপি দেওয়া হবে৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 1:23 PM IST