বিষয়টি অন্যান্য বন্ধুদের নজরে আসতেই তাদের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন। এরপরেই শুরু হয় কিশোরের খোঁজে তল্লাশি। এই খবর বাড়িতে পৌঁছাতেই আত্মীয়-স্বজনরা ছুটে আসেন নদীর ধারে। বেশ কিছুক্ষন ধরে খোঁজ না মেলায় নিখোঁজ কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।
advertisement
তবে তাঁরা কী কারণে নদীতে নেমেছিল তা স্পষ্ট নয়। এরপরেই ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের খোঁজ শুরু করে। বেশ দীর্ঘ সময় পেরিয়ে গেলে মৃত ওই ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। বিগত কয়েকদিন দক্ষিণ দিনাজপুর জেলায় গরম বেড়েছে অনেকটাই। যার ফলে স্থানীয় বাসিন্দারা অনেকে নদীতে স্নান করতে যাচ্ছেন। সেই মতো বিজয় ও তাঁর বন্ধুরা নদীতে স্নান করতে নেমেছিল বলে পরিবার সূত্রে খবর।